‘রক্ষকদের রক্ষা করুন’, প্ল্যাকার্ড হাতে হাজার হাজার পুলিশ

0
65

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

হাজার হাজার পুলিশকর্মী হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সামিল হলেন দিল্লি পুলিশের সদর দফতরের সামনে। মঙ্গলবার সকাল থেকেই খাকি এবং সাদা—দুই উর্দির পুলিশকর্মীরাই সামিল হয়েছেন এই বিক্ষোভে।

the huge police rally | newsfront.co
বার্তা হাতে পুলিশকর্মী। চিত্র সৌজন্যঃ টুইটার

মুখে “সিপি বাবু সামনে আসুন” স্লোগান দিতে দিতে অনেকেই প্ল্যাকার্ড হাতে বসে গিয়েছেন সদর দফতরের সামনে। সেই প্ল্যাকার্ডে লেখা, “রক্ষকদের রক্ষা করুন।”

the huge police rally | newsfront.co
the huge police rally

গত শনিবার দিল্লির হাজারি কোর্ট কমপ্লেক্স এ পুলিশ এবং আইনজীবীদের মধ্যে সংঘর্ষের জেরে আজ সকাল থেকেই বিক্ষোভে সামিল হয়েছিলেন পুলিশকর্মীরা। এই সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে সৃষ্ট বিক্ষোভের একটি চার্জশিটও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যেই পেশ করেছে।

এ দিন সকালে প্রথমে বিশাল পুলিশ বাহিনীর প্রতিবাদ থামাতে হিমশিম খেতে হয়েছিল সবাইকেই। কারণ এতদিন যারা বিক্ষোভ মিছিলকে শান্ত করার কাজে লেগে পড়তেন, আজ তাঁরা এভাবে বিক্ষোভে সামিল হবেন এই দৃশ্য ছিল বেনজির।

তবে ঘটনার মোকাবিলা করতে, দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পট্টনায়ক বাইরে বেরিয়ে এসে বাহিনীর বিক্ষোভরত সদস্যদের শান্ত হওয়ার অনুরোধ করেন।

কথা দেন উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও। তিনি বলেন, “আমাদেরকে একটি সুশৃঙ্খল ফোর্সের মতো আচরণ করতে হবে। সরকার এবং জনগণ আমাদের আইন বহাল রাখার প্রত্যাশা করে, এটা আমাদের বড় দায়িত্ব। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা পুনরায় কাজে ফিরুন।”

দিল্লির লিউটেন্যান্ট গভর্নর অনিল বেইজালকে স্বরাষ্ট্র মন্ত্রক পরিস্থিতি ঠান্ডা করার আদেশ দিলে, উনি পুলিশ অফিসারদের সাথে মিটিং এ বসেন। কিন্তু বিক্ষোভে থাকা একজন পুলিশ অফিসারের সাথে কমিশনার কথা বলায়, সেই অফিসার জানান, সিনিয়র অফিসাররাই যদি তাঁদের চাহিদাগুলি না পূরণ করতে পারেন, তাহলে জুনিয়র অফিসাররা কী বা করবেন।

একটি জাতীয় গণমাধ্যম থেকে জানা গিয়েছে, এ দিন বিক্ষোভে থাকা এক মহিলা কনস্টেবল এএনআই কে দেওয়া একটি সাক্ষাৎকারে জানান, “আইন সকলের জন্যই সমান, কিন্তু যারা আইনের রক্ষা করছে তাদের অবস্থা আজ বিপন্ন। আমরা এখানে ন্যায়ের জন্য সমবেত হয়েছি। একটা সময় ছিল যখন আমি ডিউটিতে যাওয়ার জন্য উর্দি হাতে তুলে নিতাম, আর এখন আমি সেই উর্দি পরেই বাইরে বেরতে ভয় পাচ্ছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here