বিহারের পূর্ণিয়ায় কানহাইয়ার ‘আজাদীর’ স্লোগানে ঠোঁট মেলাল অগণিত জনগণ

0
95

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

সিপিআই নেতা তথা জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমার গতকাল বিহারের পূর্ণিয়ায় সিএএ-এনআরসি বিরোধী জমায়েতে বলেন, ‘তুমি আমাদের নাগরিক না মানলে, আমরাও তোমাকে সরকার হিসাবে মানব না’– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে এরকমই হুঁশিয়ারি দিয়েছেন কানহাইয়া।

kanhaiya | newsfront.co
কানহাইয়া কুমার। চিত্র সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা

তিনি আরও বলেন, ‘মোদী সরকারের সংসদে সংখ্যাগরিষ্ঠতা থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ সংসদের বাইরে সংখ্যা গরিষ্ঠ। এটা হিন্দু-মুসলমানের লড়াই নয়। কেউ সাভারকরের আর্দশের দেশ চায় না। আম্বেদকর, ভগৎ সিং-এর দেখানো পথে আমরা এগিয়ে যেতে চাই। ওরা চাইছে দুই ধর্মের মানুষের বিভেদ, আমরা তা হতে দেব না।’

ভিডিও সৌজন্যঃ ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইন ইউটিউব চ্যানেল

গত রবিবার নয়া আইনের বিরুদ্ধে জামিয়া মিলিয়া ইসলামিয়া ও আলিগড় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদ আন্দোলনে দমন-পীড়ন চালায় পুলিশ। গর্জে উঠেছিল শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ মালদহে গ্রেপ্তার কোচবিহারে সাংসদ নিশীথ প্রামানিক

এপ্রসঙ্গে সিপিআই নেতা বলেন, ‘পুলিশ মারলে পড়ুয়াদের ঐক্যবদ্ধ হয়ে তার মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে সরকারকে বুঝিয়ে দিতে হবে আমরা এনআরসি চাইছি না।’ এই লড়াইকে সংবিধান রক্ষার লড়াই বলেও বর্ণনা করেন কানহাইয়া কুমার।

আগামী বৃহস্পতিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে বিহার বনধের ডাক দিয়েছে বিরোধীরা। কানাইয়ার সভা থেকে আজাদির স্লোগান ওঠে। তিনি বলেন, ‘আমরা বিজেপি ও সংঘ পরিবারের কাছ থেকে স্বাধীনতা চাই।’

ঝাড়খন্ডের দুমকায় বিক্ষোভকারীরা কারা তা পোশাক দেখে সনাক্ত করার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তার জবাবে সিপিআই নেতা কানহাইয়া বলেন, ‘পেঁয়াজের দাম বাড়ল কেন? দেশ জুড়ে কেন অরাজকতা থামছে না? তার জবাব দিক মোদী।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here