ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
সেনাবাহিনীর কমান্ডার পোষ্টে মহিলাদের মেনে নেওয়ার মতন মানসিকতা ভারতীয় পুরুষ সেনাবাহিনীর তৈরি হয়নি বলে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুনঃ এলআইসি-র শেয়ার বেচবে সরকার, ঘোষণা নির্মলার
কমান্ডিং অফিসারে পোস্টে কিছু মহিলা আবেদন করলে সরকারের তরফে দাবি করা হয় যে মহিলাদের উপর পরিবারের দাবি অনেক বেশি। তাদের যুদ্ধবন্দী হিসাবেও ঝুঁকি অনেক বেশি। এছাড়া বিভিন্ন সামাজিক রীতি নীতির কারণে মেয়েদেরকে সামনের দিকে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয়নি।
বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও অজয় রস্তগীর বেঞ্চকে সিনিয়র আইনজীবী আর বালাসুব্রামানিয়াম ও নীলা গোখেল জানান যে এই সমস্ত পোস্টে মহিলাদেরকে নিলে সেনাবাহিনীর পাল্টে যাবে। উপরন্তু তাদের মাতৃত্বের দায়িত্বও থাকে।
তবে কেন্দ্রের যুক্তি খারিজ করে মহিলা পক্ষের আইনজীবীরা আদালতকে জানান যে মহিলাদের অনেকেই কঠিন পরিস্থিতিতে ব্যতিক্রমী সাহসের পরিচয় দেওয়ার ঘটনা ভুরিভুরি। তাঁরা আদালতকে জানান যে অভিনব বর্তমান যখন পাকিস্তানের যুদ্ধ বিমানকে গুলি করে নামাচ্ছিলেন তখন ফ্লাইট কন্ট্রোলার হিসেবে তাঁকে গাইড করছিলেন যুদ্ধ সেবা পদক পাওয়া মিনতি আগারওয়াল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584