ইন্টারনেটে অসুরক্ষিত সাড়ে সাতাশ কোটি ভারতীয় নাগরিকের তথ্য

0
66

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

the Indian citizen information unsafe
ছবিঃ এনডিটিভি

২৭.৫ কোটি ভারতীয় নাগরিকের ব্যক্তিগত তথ্য অসুরক্ষিত অবস্থা ইন্টারনেটে খুঁজে পেলেন Securitydiscovery.com ওয়েবসাইটের সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো।তিনি জানিয়েছেন গত ২৩ শে এপ্রিল থেকে ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় ছিল ২৭৫২৬৫২৯৮ জন ভারতীয় নাগরিকদের নাম, ঠিকানা ,বর্তমান কর্মস্থান,মাসিক বেতন,লিঙ্গ, ইমেইল আইডি সহ এই জাতীয় একাধিক ব্যক্তিগত তথ্য।

the Indian citizen information unsafe
ছবিঃ এনডিটিভি

গত ১ মে সাইবার সুরক্ষা বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো এর নজরে আসে ইন্টারনেটে খোলা অবস্থায় থাকা ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত ১১০ জিবির এই বিশেষ ফাইলটি । ২৩ শে এপ্রিল থেকে ৮ই মে পর্যন্ত একই ভাবে অসুরক্ষিত অবস্থায় ইন্টারনেটে ছিল এই ফাইলটি।জানা গেছে বিভিন্ন জব পোর্টালগুলো তে চাকরির সন্ধানে ভারতীয় নাগরিকরা এ সমস্ত তথ্য গুলি দিয়ে রেখেছিলেন।কিন্তু ইন্টারনেটে অসুরক্ষিত অবস্থায় পাওয়া এই ফাইলটির মালিক কে বা কারা তা এখনো জানা যায়নি।

আরও পড়ুনঃ নিষেধাজ্ঞা অপসারণের পর ফের শীর্ষে টিকটক

সাইবার বিশেষজ্ঞ বব ডায়াচেঙ্কো জানিয়েছেন,ইন্টারনেটে অসুরক্ষিত ফাইলটি দেখামাত্রই তিনি ভারতীয় কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম (CERT) কে বিষয়টিকে জানান । কিন্তু বর্তমানে ভারতীয় নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংক্রান্ত এই বিশেষ ফাইলটি ‘ইউনিস্টেলার গ্রুপ’ নামে এক হ্যাকার গোষ্ঠীর অধীনে চলে গেছে।যদিও ভারতীয় সাইবার সুরক্ষা বিভাগ ওই হ্যাকার গোষ্ঠীর সাথে যোগাযোগ করে ফাইলটি ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছে।

এর আগেও কয়েকবার তথ্য নিরাপত্তা নিয়ে ভারতীয় সাইবার বিভাগ প্রশ্নের মুখে পড়েছিল। ইন্টারনেটজুড়ে বিভিন্ন হ্যাকার গোষ্ঠী ওত পেতে বসে রয়েছে।আর এর থেকে বাঁচতে সাইবার সুরক্ষা আরও জোরদার হওয়া প্রয়োজন বলেই মনে করছেন সাইবার বিশেষজ্ঞরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here