এলাকাকে দূষণ ও রোগমুক্ত রাখতে অভিনব উদ্যোগ

0
135

নিজস্ব সংবাদদাতা,দক্ষিন দিনাজপুরঃ

the Innovative initiative for clean and disease free
নিজস্ব চিত্র

আজ সকাল থেকে পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে পরিবেশ বিষয়ক (সার্ভে-ধারণা-দূষণ প্রতিরোধ) কর্মসূচি গ্রহণ করা হয়।

the Innovative initiative for clean and disease free
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট পরিবেশ আন্দোলনকারী তুহিন শুভ্র মন্ডল মহাশয়।পতিরাম (মাঝিয়ান) গবেষণা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অস্বাভাবিক ভাবে আবহাওয়া পরিবর্তন প্রসঙ্গে জানান।

আরও পড়ুনঃ ভোটারদের উৎসাহিত করতে প্রশাসনের অভিনব উদ্যোগ

the Innovative initiative for clean and disease free
আবর্জনা। নিজস্ব চিত্র
the Innovative initiative for clean and disease free
আত্রেয়ীর পাড়। নিজস্ব চিত্র

এরপর বর্ষাপাড়া থেকে পতিরাম কলেজ পর্যন্ত এই এলাকা বরাবর আত্রেয়ী নদীর বর্তমান অবস্থা পর্যালোচনা করা হয়।তুহিন বাবুকে জানানো হয় যাতে আত্রেয়ী নদীর এই দূরাবস্থা উনি দিল্লি-কলকাতা সহ বিভিন্ন পরিবেশ রক্ষাকারী সংস্থার কাছে পৌছে দেন।
আত্রেয়ী নদী যেহেতু আন্তর্জাতিক বিষয়,তাই এই বিষয়কে বিভিন্ন জনপ্রতিনিধিদের নিকট আগামীদিনে পৌছে দেয়ার কথা ভাবা হচ্ছে।

দূষণ ক্রমশ বাড়ছে।আত্রেয়ী ব্রীজের কাছে জমানো বর্জ্য এখনো বর্তমান,যা ভীষণ অবৈজ্ঞানিক ভাবে পোড়ানো হয়।
বিশেষত প্ল্যাস্টিক পোড়ানো এবং এইসব বর্জ্যকে নদীর জলে মেশানো অবিলম্বে বন্ধ করা দরকার।এতে জল হাওয়া উভয়ই ক্ষতিগ্রস্থ হচ্ছে।পতিরাম যামিনী মজুমদার মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত আধিকারিক লীনা তামাং এর সাথে আলোচনা করেন পরিবেশ প্রেমী মানুষ
কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের ছাত্রছাত্রীরা আরও বেশী বেশী করে পতিরামের পরিবেশ সচেতনতায় অংশগ্রহণ করে সে বিষয়ে সাহায্য করতে অনুরোধ করা হয়।দূষণ প্রতিরোধে আগামীদিনে একটা সেমিনারও করার পরিকল্পনা নেওয়া হয়।এরপর পতিরাম ৭নং গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয়া ঠুমকি পাহানের সাথে দেখা করে পতিরামে নিয়মিত ড্রেন এবং নোংরা সাফাই অভিযান জারি থাকুক সেই দাবি করা হয় সাথে ব্রীজের বন্ধ আলো গুলো পুনরায় নিয়মিত জ্বালানোর ব্যবস্থা হোক সেই কোথাও জানানো হয়।
ব্রীজের পাশে ফেলা বর্জ্য সেখানে থেকে অন্যত্র সরানো এবং না পোড়ানোর হয় এমন ব্যবস্থার দাবি তোলা হয়।পতিরামের জ্যাম কমাতে নির্মিত বাসস্ট্যান্ড চালুর ব্যবস্থা করুক।
পতিরাম চৌমাথার হাইস্ট্যান্ড বাতি নিয়মিত জ্বালানোর ব্যবস্থা করানোর দাবি করা হয়।
পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে আগামী ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসের দিন সকাল দশটায় ৫০০ গাছের চারা মানুষের মধ্যে বিতরণ করার কর্মসূচি নেওয়া হবে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here