বিজেপির দুই বর্ষীয়ান নেতার সাক্ষাতে গেলেন মোদি ও শাহ

0
60

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

the interview of modi and amit shah
ছবিঃ নরেন্দ্র মোদীর টুইটার থেকে

বিপুল সংখ্যক আসনে জয়ী হয়ে আবারও দ্বিতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় বিজেপি সরকার।দলের বিপুল সাফল্যের পর প্রথা মেনে দলের দুই বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদবানি এবং মুরলী মনোহর জোশীর সঙ্গে দেখা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।সঙ্গে ছিলেন দলের সভাপতি অমিত শাহ ।

এবারের নির্বাচনে নিজে টিকিট না পাওয়ায় দলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন এল কে আদবানি।তার কেন্দ্র গুজরাটের গান্ধী নগর থেকে তাকে টিকিট দেওয়া হয়নি।সে জায়গায় টিকিট দেয়া হয় দলের সভাপতি অমিত শাহ কে এবং ফলাফল প্রকাশের পর দেখা যায় বিপুল ভোটে জয়লাভ করেছেন অমিত শাহ।

একইভাবে কানপুরে দলের বর্ষীয়ান সদস্য মুরালি মনোহর যোশীর জায়গায় টিকিট দেওয়া হয় সত্যদেব পাচৌরিকে।ওই স্থানে তিনিও জয়লাভ করেন ।
বিজেপির বিপুল সাফল্যের পরে এই বর্ষীয়ান নেতার সাথে দেখা করার পরে শুক্রবার নরেন্দ্র মোদি টুইটারে এল কে আদবানির উদেশ্যে লেখেন “দলের আদর্শ তৈরিতে যাঁর দীর্ঘ অবদান, যাঁর জন্য বিজেপির আজকের সাফল্য সম্ভব হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here