নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
লেখক, সাংবাদিক, প্রকাশক নরসিমা মুর্তিকে রাষ্ট্রদোহের অপবাদ দিয়ে গ্রেফতার করল কর্নাটক পুলিশ। ২৪ অক্টোবর সন্ধ্যা নাগাদ স্বরাজ ভারতের বর্তমান রাজ্য সম্পাদক দোদ্দীপাল্য নরসিমা মুর্তিকে গ্রেফতার করে রায়চুর থানার পুলিশ।
সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে পুলিশের কাছে কোনও কেস ছিল না। তাই ২৫ বছর আগে প্রধানমন্ত্রীকে লেখা নরসিমার একটি চিঠিকে ঘিরে রাষ্ট্রদ্রোহের তকমা দিয়ে নরসিমাকে গ্রেফতার করে পুলিশ।
জাতীয় একটি গণমাধ্যমের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, পুলিশ জানিয়েছে নরসিমা গত তিন দশক ধরে পলাতক ছিল।
এর আগে গৌরী লঙ্কেশের মামলায় তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করা হয়েছিল, যদিও সেই মামলা অনেকদিন আগেই বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ ভারতীয় সেনা বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ, পৃথক সরকার গঠনের দাবি মণিপুরের
শোনা যাচ্ছে, দেশের দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলির এটা একটা বড় চক্রান্ত। এর আগেও ব্যাঙ্গালোর পুলিশ অযৌক্তিক ভাবে দোষী সাব্যস্ত করে, কর্নাটকের একটি সংস্থা ‘রণধীরা পাডে’-র ফাউন্ডার বি হরিশ কুমারকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি সাম্প্রদায়িক-সম্প্রীতি বিঘ্ন ঘটিয়েছিলেন।
সাংবাদিক গৌরী লঙ্কেশের সহযোগিতায় নরসিমা এর আগে ‘নয়াপথ’ নামের একটি জার্নাল ধারাবাহিক ভাবে প্রকাশ করতেন। এই জার্নালে শাসক দলকে সমালোচনা করা হতো, যা দেশের দক্ষিণপন্থী রাজনৈতিক দলগুলি মোটেই ভাল ভাবে নেয়নি।
দেশের বিজেপি-শাসিত সমস্ত রাজ্যে এমনটাই দেখা যাচ্ছে যে, সরকার বা রাষ্ট্রকে সমালোচনার দৃষ্টিতে কেউ প্রশ্ন করলে তাদের হয় গ্রেফতার করা হচ্ছে, অথবা হত্যা করে তাদের বক্তব্য চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584