অনুপম হত্যা মামলার রায়দান, দোষী মনুয়া অজিতের যাবজ্জীবন কারাদণ্ড

0
119

নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনাঃ

বারাসতের অনুপম সিংহ হত্যা মামলার রায় দান করল বারাসাত আদালত। মনুয়া এবং তার প্রেমিক; অজিতের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক বৈষ্ণব সরকার।

anupam murder case | newsfront.co
মনুয়া-অনুপম।ফাইল চিত্র

বৃহস্পতিবার তাদের দোষী সাব্যস্ত করেছিলেন বারাসতের ফার্স্ট ট্র‍্যাক আদালত। আজ, শুক্রবার সেই দোষের রায় ঘোষণা করেন বিচারক।

২০১৭ সালের বেসরকারি সংস্থার কর্মী অনুপমকে তাঁর বাড়িতেই নৃশংস ভাবে খুন করা হয়। তদন্তে নেমে নানা তথ্যের উপর ভিত্তি করে মনুয়া ও অজিত ওরফে বুবাইকে গ্রেফতার করে পুলিশ।

তিন মাস পর চার্জশিট জমা দেয় পুলিশ। বৃহস্পতিবার দুপুরে বারাসতের ফার্স্ট ট্র্যাক চতুর্থ কোর্টে রায় ঘোষণার সময়ে বিচারক খুনের ঘটনাটা পুরোটা ব্যক্ত করেন,

আরও পড়ুনঃ একইদিনে ফালাকাটায় পৃথক দুই আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য

আদালতে দাখিল করা চার্জশিটে পুলিশ জানায়, অজিতের সঙ্গে মনুয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। এর পরেই অনুপমকে খুনের চক্রান্ত করে দু’জন এবং এর পরে দু’টি ফোন থেকে খুনের সময়ে ফোনে অনুপমের আর্তনাদও শোনে মনুয়া,

পরের দিন অনুপমের দেহ ছাড়াও বেশ কিছু জিনিস উদ্ধার হয়। সেই সব প্রমাণের সঙ্গে মোবাইল ফোনের সূত্র ধরে খুনের ১৫ দিন পরে অজিত ও মনুয়াকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে খুনে ব্যবহৃত অস্ত্র, পোশাক উদ্ধার করে পুলিশ।

সে সবই আদালতে পেশ করে পুলিশ। অজিত যে খুনের সময়ে ঘটনাস্থলে ছিল, তা প্রমাণ করতে তার আঙুলের ছাপ ও ফরেন্সিক রিপোর্টও পেশ করে পুলিশ, বৃহস্পতিবার ৩১ জন সাক্ষীদের বয়ান এবং প্রমাণের উপরে ভিত্তি করেই দু’জনকে দোষী সাব্যস্ত করে আদালত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here