নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
খুলে গেল আলিপুরদুয়ার জেলার কালচিনি চা-বাগান। শনিবার শ্রমিক মালিক অসন্তোষের জেরে এই চা বাগানে লক আউট ঘোষনা করে মালিক পক্ষ। কাজ হারিয়েছিলেন এই চাবাগানের ২০০৩ জন শ্রমিক।
সোমবার সকালে বাগানে গেট মিটিং এ সামিল হল শ্রমিকরা গেট মিটিং এ সমস্ত ট্রেড ইউনিয়নের নেতৃত্বরা বক্তব্য রাখেন। গেট মিটিং শেষে শ্রমিকরা কাজে যোগদান করেন এদিন।
উল্লেখ, রবিবার এই চাবাগান নিয়ে বীরপাড়া এসিসটেন্ট লেবার কমিশনারের দফতরের ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয়েছিল। এদিন বৈঠকে ফের কালচিনি চা বাগান সোমবার সকাল থেকে খোলার সিদ্ধান্ত হয়। এছাড়া ৩ অক্টোবর এই চাবাগানে বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রাম জেলা আদালতের উদ্বোধন
বীরপাড়ার অতিরিক্ত লেবার কমিশনার নীল ছেত্রী বলেন, “ এদিন কালচিনি ও রায়মাটাং চাবাগান নিয়ে বৈঠক ছিল। বৈঠকে কালচিনি চাবাগান সোমবার থেকে খোলার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দুই দফায় মজুরি মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে এদিন রায়মাটাং চা বাগান নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584