শিব শংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ
রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস যখন কাটমানির ইস্যুতে বিধ্বস্ত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী তৃণমূল কংগ্রেস সমর্থকদের কাটমানি ফেরতের কথা বলছেন ঠিক তখনই দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তশিমুল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা তৃণমূল কংগ্রেস কর্মী সুধাংশু মোহন্তের নামে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠলো।
সেই সাথে গত জানুয়ারী মাস থেকে স্কুলেও যাচ্ছেন না ঐ অভিযুক্ত শিক্ষক এমনি অভিযোগ।দীর্ঘদিন মিডডে মিলের জিনিস কিনে দোকানদারকে টাকা না দেওয়ারও অভিযোগ আছে অভিযুক্তের বিরুদ্ধে।
ফলে দোকানদার পুরনো বকেয়া না মেটানো পর্যন্ত পুনরায় জিনিস দিতে অস্বীকার করায় লাটে উঠেছে স্কুলের মিডডে মিল প্রকল্প।গ্রামের বাসিন্দা চিত্ত বর্মনের অভিযোগ তার কাছ থেকে তার ছেলের চাকরি পাইয়ে দেওয়ার নামে ওই অভিযুক্ত শিক্ষক কয়েক লক্ষ টাকা আত্মসাত করেন।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
শুধু তিনি নয় তার মত বেশ কিছু লোকের কাছ থেকে টাকা আত্মসাত করেছে অভিযুক্ত শিক্ষক দাবি চিত্ত বাবুর।এখন তাদের কাওকেই চাকরি না দিয়ে অভিযুক্ত শিক্ষক স্কুলেও আসছেনা এবং আত্মগোপন করেছে।
এখন সঠিক বিচারের আশায় দোরে দোরে ঘুরছেন চিত্ত বাবুর মত প্রতারিতরা।এই বিষয়ে তপন সদরের অবর পরিদর্শকের সাথে কথা বলতে চাইলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে চায়নি।গরীব এই মানুষ গুলোর সঠিক বিচারের জন্য প্রশাসন কি ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584