পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগে ইসলামপুরের আগডিমটিখনতি গ্রাম পঞ্চায়েতের দুটি স্কুলের শিক্ষকদের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা।
মঙ্গলবার ইসলামপুরের আগডিমটিখনতি গ্রাম পঞ্চায়েতের দিঘলবস্তি প্রাথমিক বিদ্যালয় ও গরিনাবাড়ি ঝাড়বাড়ি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের সাত শিক্ষককে স্কুলে তালা বন্ধ করে বিক্ষোভ শুরু করে গ্রামবাসীরা।বিডিও না আসা পর্যন্ত শিক্ষকদের মুক্তি দেওয়া হবে না বলে দাবি বাসিন্দাদের।
অভিযোগ,ওই দুই স্কুলে মাটি ফেলার জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের আনুমানিক পাঁচ লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে স্কুল কর্তৃপক্ষ ও গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।এছাড়াও দিঘলবস্তি এলাকায় বহু মানুষের নামে আসা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়েও কাটমানির অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে।
এসমস্ত অভিযোগে বিভিন্ন দফতরে অভিযোগ জানিয়েও কোনও ফল হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের।এদিকে শিক্ষকদের আটকে রাখার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ কাটমানি ইস্যুতে জেলা জুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের
এর আগে আর্থিক দূর্নীতি নিয়ে আন্দোলন করতে গিয়ে গ্রামের তিন যুবককে মিথ্যা আগ্নেয়াস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিত তৃণমূলের জাকির গোষ্ঠী,এমনটাই অভিযোগ।এখন তৃণমূলের করিম সাহেব জেতায় করিম অনুগামীরা আর্থিক দূর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তাঁরা।
এদিন স্কুল ছুটি পর্যন্ত শিক্ষকদের তালা বন্ধ করে রাখার পর বিডিও আগামীকাল গ্রামবাসীদের সাথে আলোচনায় বসতে রাজী হওয়াতে বাসিন্দারা শিক্ষকদের মুক্তি দেয়।এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584