শ্যামল রায়,কালনাঃ
দীর্ঘদিন ধরে কালনায় গঙ্গার চরা থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করার অভিযোগ রয়েছে।এদিন গঙ্গার তলা থেকে মাটি কাটতে গিয়ে তাড়া খেয়ে গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো এক শ্রমিকের।জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম রমজান মল্লিক(২১)।তার বাড়ি পূর্ব সাতগাছিয়া এলাকায়।রবিবার মৃতদেহটির ময়নাতদন্ত হয় কালনা মহকুমা হাসপাতালে।
তবে এই মৃত্যু ঘিরে উঠেছে নানান প্রশ্ন।জলে ডুবে মৃত্যু না মারধর করে গঙ্গায় ফেলে দেয়া হয়েছে সেই অভিযোগ উড়িয়ে দিচ্ছে না এলাকার বাসিন্দারা।তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ময়নাতদন্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে না।
জানা গিয়েছে যে রবিবার ভোর বেলায় নৌকা নিয়ে কালনার চরায় মাটি কাটতে গিয়েছিলেন কয়েকজন শ্রমিক।বিভিন্ন সূত্রে খবর যে মাটি কাটতে গিয়ে কয়েকজন মুখবাঁধা অবস্থায় দুষ্কৃতী তাড়া মারে।তাড়া খেয়ে দ্রুত পালাতে গিয়ে আরো কয়েকজন শ্রমিক জলে সাঁতার কেটে নৌকায় পালিয়ে যায় কিন্তু রমজান আর সাঁতার কাটতে না পেরে জলে ডুবে যায়।
তারপর বহু খোঁজাখুঁজির পর মৃতদেহ উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।তবে মুখ বাঁধা অবস্থায় কারা ছিল এই প্রশ্ন উঠেছে অনেকের কাছে।
জানা গিয়েছে যে মাটি পাচার রুখতে কালনা থানার পুলিশ যথেষ্ট তৎপর ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কালনা থানার পুলিশ এবং আটক করেছিল বালি ও মাটি বোঝাই ট্রাক্টর।তবুও মাঝে মধ্যে পুলিশের নজর এড়িয়ে কালনার বিভিন্ন চরা থেকে মাটি কেটে বিভিন্ন জায়গায় পাচার করার অভিযোগ ছিল।
তাই মাটি কেটে পাচার করার সময় এই ধরনের দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।তবে কম
তবে কম বয়সী এক যুবকের এইভাবে মৃত্যু হবে,তাই অনেকেই হতবাক হচ্ছেন।পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584