বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
শনিবার রাত দুটো নাগাদ দার্জিলিংয়ের জোড়বাংলোর বাড়ি থেকে গোর্খা ন্যাশনাল লিবারেশন ফন্ট সমর্থক হিমালয়ান প্লানটেশন ওয়ার্কিং ইউনিয়নের প্রেসিডেন্ট জে বি তামাংকে গ্রেফতার করে জোড়বাংলো থানার পুলিশ। এবং গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই জিএনএলএফের সমর্থকরা জোড়বাংলো থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন।এরপর জোড়বাংলো থেকে স্থানান্তরিত করা হয় নক্সালবাড়ি থানায়।
অপরদিকে প্রশাসন সূত্রে খবর যে ২০১৮ সালে নক্সালবাড়ির বিভিন্ন চা বাগানের শ্রমিক সমস্যা নিয়ে উত্তরকন্যা অভিযান চালানো হয় জেবি তামাংয়ের নেতৃত্বে। এবং অবরুদ্ধ করা হয়েছিল ন্যাশনাল হাইওয়ে।সরকারি কাজে বাধা এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঃ কুড়িলক্ষ টাকার ডোডা সহ গ্রেফতার ১
এবং জেবি তামাংকে এদিন শিলিগুড়ি আদালতে তোলা। সেই সময় হয় সাংবাদিকদের মুখমুখি হয়ে তিনি সাফ জানিয়ে দেন তাকে মিথ্যে অভিযোগে তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তিনি আরও বলেন যে সে কখনো নক্সালবাড়ি যাননি। আর আমি এইটা মানি না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584