দক্ষিন ২৪ পরগনা,সিমা পুরকাইতঃ
কেন্দ্রীয় সরকার প্রদত্ত উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্রেইল মুদ্রন যন্ত্রের উদ্বোধন হল আজ সোনারপুর থানার মালঞ্চ বিদ্যাপল্লীতে।বেশ কয়েক বছর যাবৎ এখান থেকে দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যার্থীদের জন্য পাঠ্যপুস্তক পুস্তক প্রকাশ করা হত।কিন্তু সেই মুদ্রণ যন্ত্র ব্যয়বহুল হলেও তা বেশী দিন টিকত না,আবার সেই মুদ্রণ যন্ত্র থেকে প্রকাশিত বইও দীর্ঘস্থায়ী হত না।
আরও পড়ুনঃ অত্যাধুনিক ট্রাক স্ট্যান্ডের উদ্বোধন
তাই কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করে অত্যাধুনিক এই মুদ্রণ যন্ত্র পাওয়া যায়।ফলে দৃষ্টি শক্তি রহিত শিক্ষার্থীদের নিকট উচ্চশিক্ষার বই আরও সহজে তুলে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংস্থার কর্মকর্তারা।এখান থেকে প্রকাশিত পুস্তক ৯০ শতাংশ ভর্তুকি দিয়ে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়।
এই মুদ্রণ যন্ত্রের উদ্বোধনে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের চাহিদা অনেকটাই মিটবে বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584