নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে।বাড়ি ঘেরাও করল গ্রামবাসী।তৃণমূল নেতাকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পুলিশ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের বীরসিংহপুর গ্রামের।
জানা যায়,শেখ সাব্বির নামে ওই ব্যক্তি দীর্ঘদিন এলাকার মসজিদের কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। মসজিদ চালানোর জন্য গ্রামবাসীরা প্রতিমাসেই তার হাতে তুলে দিতেন মোটা অংকের টাকা। সেই টাকার মধ্যেই প্রায় ১২ লক্ষ টাকার হিসাব না পেয়ে তাকে বারবার মিটিংয়ে বসার অনুরোধ জানায় গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ
গ্রামবাসীদের আবেদনে সাড়া না দেওয়ায় মঙ্গলবার সকালে শেখ সাব্বির এর বাড়ি ঘেরাও করে গ্রামের শতাধিক পরিবার। অভিযোগ গ্রামবাসীদের দেখতে পেয়েই মারমুখী হয়ে তেড়ে আসে শেখ সাব্বির ও তার পরিবার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ।
পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা।পুলিশের সামনেই পথ অবরোধও করে তারা।পরে কোতোয়ালী থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।এলাকাবাসীদের দাবি অবিলম্বে গ্রামবাসীদের জমা দেওয়া সমস্ত টাকা ফেরত দিতে হবে শেখ সাব্বিরকে।ঘটনার পর থেকে এলাকাছাড়া শেখ সাব্বির।গোটা ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584