নিজস্ব সংবাদদাতা,দার্জিলিংঃ
শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মতিধর চা বাগানের ১ নম্বর সেকশনে খাঁচা বন্দী হল এক পূর্ণ বয়স্ক চিতাবাঘ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়।
জানা গিয়েছে যে, বেশ কিছুদিন ধরেই মতিধর চা বাগান এলাকায় চিতাবাঘের আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। বাগান কর্তৃপক্ষ ও স্থানীয় জনগন বিষয়টি বনদফতরে জানায়। এরপর বনদফতরের তরফ থেকে ওই এলাকায় খাঁচা পাতা হয়। অবশেষে এদিন সকালে ওই চা বাগানের ১ নম্বর সেকশনে খাঁচা বন্দী হয় চিতাবাঘটি।
এই বিষয়ে বাগডোগরা বনবিভাগের রেঞ্জার সমীরণ রাজ বলেন যে, “আমাদের কাছে স্থানীয়রা অভিযোগ করেন যে, ঐ এলাকা চিতাবাঘ আছে। এরপর আমরা চার থেকে পাঁচ দিন খাঁচা পাতি। এবং এদিন সকালে পূর্ণ বয়স্ক চিতাবাঘটি খাঁচাবন্দী হয়। আপাতত চিকিৎসা করা হবে এরপর ছেড়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ প্রয়াত কেশপুর তৃণমূল কংগ্রেসের কর্মী চিত্ত দোলই, শোকপ্রকাশ বিধায়ক শিউলি সাহার
তবে এই এলাকায় আরও চিতাবাঘ আছি কিনা তা দেখতে হবে। যদি থাকে তাহলে আবার খাঁচা পাতা হবে।”অপরদিকে স্থানীয় শাহিদ হুসেন বলেন যে , “এই এলাকায় আরও চিতাবাঘ রয়েছে এবং এদিন একটি চিতাবাঘ খাঁচা বন্দী হওয়ার জন্য একটু হলেও আতঙ্ক কমল আমাদের।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584