শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
আগামী ১ জুন থেকে আরও ২০০টি যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন চালানো শুরু করবে রেল। লকডাউনের চতুর্থ দফা শুরুর আগেই অবশ্য ১৫ টি রুটে বিশেষ ট্রেন চালাচ্ছিল রেলমন্ত্রক। তবে সেই ট্রেনগুলি শুধুমাত্র দিল্লিকেন্দ্রিক ছিল। অর্থাৎ ট্রেনগুলি দিল্লি থেকে দেশের ১৫টি শহরেই যাতায়াত করছে। এবং সেগুলির জন্য রাজধানী এক্সপ্রেসের রেক ব্যবহার করছিল রেলমন্ত্রক।
এবার নন-এসি ও এসি কামরার কম্বো রেক নিয়েই ২০০টি ট্রেন চলবে বলে জানিয়েছে রেল। সেইমতো শুরু হয়েছে টিকিট বিক্রিও। রেলের প্রকাশ করা তালিকা অনুযায়ী ২০০ ট্রেনের মধ্যে মাত্র বেশ কিছু ট্রেন সরাসরি এই রাজ্য থেকে ছাড়বে। এছাড়া আরও কয়েকটি রুটের ট্রেন এই রাজ্যের মধ্যে দিয়ে যাতায়াত করবে।
রেলের তালিকা অনুযায়ী শিয়ালদা থেকে দুটি ট্রেন, কলকাতা স্টেশন থেকে একটা, নিউ জলপাইগুড়ি থেকে একটা, আলিপুরদুয়ার থেকে একটা, শালিমার থেকে একটা এবং হাওড়া থেকে দশটি ট্রেন ছাড়বে। এবারই প্রথম রেলের কাউন্টার থেকে ট্রেনের টিকিট বুকিং শুরু করেছে রেল কর্তৃপক্ষ। অনলাইনের পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি স্টেশনের কাউন্টারেও কাটা যাবে দূরপাল্লার ট্রেনের টিকিট।
এবার দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গ পেল কোন কোন ট্রেনঃ
১। শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (প্রতিদিন)
২। শিয়ালদা-পুরী দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে তিনদিন)
৩। শালিমার-পাটনা দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে তিনদিন)
৪। কলকাতা-অমৃতসর এক্সপ্রেস (সপ্তাহে দুইদিন)
৫। নিউ জলপাইগুড়ি-অমৃতসর কর্মভূমি এক্সপ্রেস (সপ্তাহে একদিন)
৬। আলিপুরদুয়ার-দিল্লি মহানন্দা এক্সপ্রেস (প্রতিদিন)
৭। হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস-ভায়া পাটনা (সপ্তাহে তিনদিন)
৮। হাওড়া-নিউ দিল্লি পূর্বা এক্সপ্রেস-ভায়া ধানবাদ (সপ্তাহে চারদিন)
৯। হাওড়া-যোধপুর/বিকানের এক্সপ্রেস (প্রতিদিন)
১০। হাওড়া-আহমেদাবাদ এক্সপ্রেস (প্রতিদিন)
১১। হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনামা এক্সপ্রেস (প্রতিদিন)
১২। হাওড়া-মুম্বই সিএসটি মুম্বই মেল (প্রতিদিন)
১৩। হাওড়া-যশোবন্তপুর দুরন্ত এক্সপ্রেস (সপ্তাহে পাঁচদিন)
১৪। হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস (সপ্তাহে ছয়দিন)
১৫। হাওড়া-পাটনা জনশতাব্দী এক্সপ্রেস (সপ্তাহে ছয়দিন)
১৬। হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস (প্রতিদিন)
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584