পিয়ালী দাস,বীরভূমঃ
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে এক যুগলের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছাড়ালো।এদিন এক যুগলকে পরে থাকতে দেখেন নিরাপত্তা রক্ষীরা।এরপর শান্তিনিকেতন থানার পুলিশকে খবর দেওয়া হয়।পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায়।পুলিশ জানিয়েছে, রাতে পাহারাদারি করার সময় ক্যাম্পাসের মধ্যে আম্র কুঞ্জ ও চিনা ভবনের মাঝামাঝি জায়গায় মৃতদেহ দুটি পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মহত্যার ঘটনা।
বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে তারা। মৃত ছেলেটির নাম সোমনাথ মাহাতো,সে বোলপুরের শ্রীনন্দা হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল, মেয়েটির নাম অবন্তিকা মল্লিক, বাড়ি বোলপুরের অ্যান্ড্রুজ পল্লীতে।শান্তিনিকেতন থানা পুলিশের প্রাথমিক তদন্তের পর অনুমান, ওই কিশোর কিশোরী বিষ খেয়ে আত্মহত্যা করেছে।পুলিশ সুত্রে খবর মেয়েটির স্থানীয় একটি হোমে থাকতো।
আরও পড়ুনঃ গুলমায় যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,গ্রেফতার ২
সোমনাথ এবং অবন্তিকা দুজনে একই স্কুলে পড়াশোনা করত।ওদের দুজনের মধ্যে প্রণয়ের সম্পর্ক ছিল।বেশ কিছুদিন আগে পালিয়ে গিয়ে ওরা দুজনে মন্দিরে হিন্দু মতে বিবাহ করে।কিন্তু এই বিয়ে ছেলেটি বাড়িতে মেনে না নেওয়ায় স্থানীয় একটি পাড়াতে সোমনাথ বাড়ি ভাড়া করে থাকতে শুরু করে মেয়েটিকে নিয়ে।
কিন্তু আর্থিক অবস্থা দুর্বল হয় বেশি দিন বাড়ি ভারা দিয়ে থাকতে পারত না,হয়ত এমন কিছু সমস্যা হয়েছিল।গত কয়েকদিন ধরে তারা এদিক ওদিকে ঘুরে বেড়াচ্ছিল।শুক্রবার গভীর রাতে বিশ্বভারতী নিরাপত্তাকর্মীরা টহল দেবার সময় চিনা ভবনের পাশে মৃতদেহ দুটিকে দেখতে পায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584