নববর্ষে মা কালীর আরাধনা দিয়ে শুরু পথ চলা

0
314

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the maa kali festival
দেবীর পুজো । নিজস্ব চিত্র

আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষের প্রথম দিন। বাঙালির কাছে বাংলা নববর্ষের প্রথম দিন পয়লা বৈশাখ বলে পরিচিত।এমনিতেই বাঙালি উৎসবের মেজাজে থাকে এই দিনে।

the maa kali festival
নিজস্ব চিত্র
the maa kali festival
মন্দিরে মানুষের ঢল । নিজস্ব চিত্র

এই দিনটিকে স্বাগত জানাতে বছরের এই প্রথম দিন মা কালীর আশির্বাদ নিতে সকাল থেকে কালিয়াগঞ্জ এর বয়েরা কালী মন্দিরের মায়ের পূজো দিতে ভক্তদের ভিড় দেখা যায়।সাধারণ মানুষ সকাল থেকে পুজো উপকরণ নিয়ে মায়ের আরাধনা করতে উপস্থিত হন।এছাড়াও বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের হালখাতার শুভ মহরৎ করতে তাদের নতুন হালখাতা নিয়ে মায়ের দরবারে এদিন হাজির হয়েছিলেন।

আরও পড়ুনঃ নববর্ষ উপলক্ষে কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরে উপছে পড়া ভিড়

the maa kali festival
ভক্ত। নিজস্ব চিত্র

বছরের প্রথম দিন এদিন নব রূপে সেজে ওঠে কালিয়াগঞ্জ এর বয়রা কালী মন্দির।এদিন শুধু কালিয়াগঞ্জ থেকেই নয় হেমতবাদ,রায়গঞ্জ থেকেও বহু মানুষ এদিন পুজো দিতে বয়রা কালীবাড়ি তে ভিড় জমান।জানা যায় এদিন সন্ধ্যে ৮ টায় বয়রা কালীবাড়ি তে মহাপূজা দিয়ে প্রসাদ বিতরন করবেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ও কালিয়াগঞ্জ থানার আই সি সীমন্ত বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ ব্যক্তিবর্গ।

আজ নববর্ষ উপলক্ষ্যে তাই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত বহু মানুষের আগমন ঘটবে কালিয়াগঞ্জ বয়রা কালী মন্দিরে।নববর্ষের প্রথম দিনে মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করতে চাইছেন এলাকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here