প্রকাশিত হল সুনীল কান্ত মুঞ্জালের ‘দ্যা মেকিং অফ হিরো’

0
64

মোহনা বিশ্বাস, কলকাতাঃ

সাইকেল। শব্দটার সাথে সকলেই পরিচিত। সকলের বাড়িতে একটা হলেও সাইকেল থাকবেই। ছোটবেলায় পড়তে যাওয়ার সঙ্গী হয়ে ওঠে এই সাইকেলই। একসময় মানুষের রোজকার জীবনে সাইকেলের প্রয়োজনীয়তা বেড়ে যায়।

the making of hero | newsfront.co
নিজস্ব চিত্র

এই সাইকেল নির্মাণ যারা করেন তাদের মধ্যে অন্যতম হল ‘হিরো গ্রুপ’। সম্প্রতি খ্যাতনামা সাইকেল নির্মাণসংস্থা হিরো গ্রুপের প্রতিষ্ঠাতা ড. ব্রিজমোহনলাল মুঞ্জালের কনিষ্ঠ পুত্র সুনীল কান্ত মুঞ্জাল হিরো কর্পোরেট সার্ভিসের চেয়ারম্যান একটি বই লেখেন। বইটির নাম ‘দ্যা মেকিং অফ হিরো’। হার্পার কলিন্স ইন্ডিয়ার প্রকাশনায় প্রকাশিত হয় এই ইংরেজি বইটি।

কলকাতার এক অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন করে বইটি প্রকাশ করে হিরো সাইকেল শিল্পগোষ্ঠী। একটি ছোট সাইকেলের যন্ত্রাংশ তৈরির ব্যবসা থেকে হিরো ব্যবসায়িক গোষ্ঠী হয়ে ওঠার কাহিনী এই বইটিতে বর্ণনা করেছেন সুনীল কান্ত।

আরও পড়ুনঃ ধরা পড়লেন টলিপাড়ার নতুন প্রেমিক জুটি

দেশ বিভাজনের কারণে বাস্তুচ্যুত চার ভাইয়ের ছিল ছোট সাইকেলের যন্ত্রাংশ তৈরির ব্যবসা। তারপর কিভাবে তাঁরা তাদের এই ব্যবসাকে প্রতিষ্ঠিত করেন এবং সাফল্য লাভ করেন। সেই গল্পই লেখা রয়েছে ‘দ্যা মেকিং অফ হিরো’তে।

মিঃ মুঞ্জাল বলেন, “ব্যবসায় ও পরিচালনার জগতে এখনকার সেরা পদ্ধতির প্রতিটি বিষয় হিরো গ্রুপের সমস্ত অংশে পুরোপুরি কার্যকর এবং প্রয়োগ করা হয়েছিল।”

হিরো ১৯৫০ এর দশকে সাইকেলের যন্ত্রাংশগুলির বাণিজ্য ও উৎপাদনের মাধ্যমে যাত্রা শুরু করেছিল। পরবর্তী দশকগুলিতে প্রতিষ্ঠাতারা বিভিন্ন সাইকেল, মোপেড, অটোমোটিভ পার্টস, মোটরসাইকেল এবং স্কুটার উৎপাদন করেছিল এবং আজ পুনর্গঠিত গোষ্ঠীটি পরিষেবা ব্যবসা এবং পরিকাঠামোকেও অন্তর্ভুক্ত করেছে।

আরও পড়ুনঃ ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’-তে ইমনের এক ঝলক

১৯৮৬ সালে প্রতিষ্ঠার ত্রিশ বছর পরে, হিরো সাইকেলগুলি বিশ্বের বৃহত্তম সাইকেল প্রস্তুতকারক হয়ে ওঠে। পরবর্তী পনেরো বছরে, মোটরসাইকেল উদ্যোগী হিরো হোন্ডাও বিশ্বের বৃহত্তম হয়ে ওঠে এবং উভয়ই তাদের অবস্থান আজও দৃঢ় ভাবে ধরে রেখেছে। আগামী দিনেও হিরো গ্রুপ একইভাবে দৃঢ়তার সঙ্গে এগিয়ে যাবে বলে আশাবাদী হিরো এন্টারপ্রাইজের সুনীল কান্ত মুঞ্জাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here