প্রধান শিক্ষককে পা ধরতে বাধ্য করল ম্যানেজিং কমিটির সম্পাদক,প্রতিবাদে ক্লাস বয়কট পড়ুয়াদের

0
6715

সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

the managing director forced to touch legs by head master
অভিযোগপত্র।নিজস্ব চিত্র
the managing director forced to touch legs by head master
প্রতিবাদী ছাত্রছাত্রী।নিজস্ব চিত্র

স্কুলের প্রধান শিক্ষককে মারধর হেনস্তা করার প্রতিবাদে সামিল পড়ুয়ারা।প্রধান শিক্ষক হাফিজ মণ্ডলকে নিগ্রহের প্রতিবাদে পড়ুয়ারা অনির্দিষ্টকালের জন্য স্কুল ক্লাস বয়কট করে। স্কুল গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল শতাধিক পড়ুয়া।পড়ুয়াদের সঙ্গে সামিল অবিভাবকেরাও।ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার এনায়েত নগর এম আই হাই মাদ্রাসায়।ছাত্রছাত্রীদের হাতে স্কুল কলেজে শিক্ষক শিক্ষিকা হেনস্থার কথা নতুন নয়,কিন্তু এই হাইমাদ্রাসায় ঘটল অন্য ঘটনা।মাদ্রাসা পরিচালন কমিটির সঙ্গে বচসার জেরে ঘটল বিপত্তি।মারধোর ও হেনস্থার ঘটনা চলতি মাসের ৩ তারিখে। মাদ্রাসা বোর্ড থেকে কম্পিউটার সহ একজন কম্পিউটার শিক্ষক পাঠানো হয়। প্রাক্তন প্রধান তথা মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য নইম মিস্ত্রি খবর পেয়ে বিদ্যালয়ে এসে মাদ্রাসা বোর্ড থেকে পাঠানো শিক্ষককে বিদ্যালয়ে নিযুক্ত করা যাবে না বলে হম্বিতম্বি শুরু করে।এই নিয়ে প্রধান শিক্ষক সঙ্গে বচসা শুরু হয়।পরে প্রধান শিক্ষকের কক্ষের মধ্যে প্রবেশ করে মারধোর শুরু করে হাফিজুলবাবুকে।নইম মিস্ত্রি প্রধান শিক্ষকের প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ।প্রধান শিক্ষকের আরও অভিযোগ স্কুলে এক কোটি এগারো লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হোস্টেলের উদ্বোধন করতে দিচ্ছেন না নইম।শুধু তাই নয় লাইব্রেরি থেকে শুরু করে সর্বত্র বাধা দিচ্ছে নইম।স্কুলের মধ্যেই নইম ও তার অনুরাগীরা প্রধান শিক্ষককে নইমের পা ধরাতে বাধ্য করে।সেই পা ধরানোর ছবি ধরা পড়ে ছাত্রদের ক্যামেরায়।সেদিন বহিরাগতদের নিয়ে স্কুলে প্রবেশ করে নইম।প্রধান শিক্ষক অবশেষে সাত তারিখ পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযুক্ত নইমের সাথে যোগাযোগ করা হয়, তবে তিনি ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ।

the managing director forced to touch legs by head master
আক্রান্ত প্রধান শিক্ষক।নিজস্ব চিত্র
the managing director forced to touch legs by head master
অভিযুক্ত নইম মিস্ত্রি।নিজস্ব চিত্র

আরও পড়ুন: যুবকদের প্রশিক্ষিত করতে উদ্যোগী ঝাড়গ্রাম পুলিশ

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here