নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তামাকের ক্ষতিকারক দিক সম্পর্কে সচেতনতা মূলক কর্মসূচি পালিত হলো মেদিনীপুরে।অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে পালিত হলো ” বিশ্ব তামাক বর্জন দিবস “।এই উপলক্ষ্যে মেদিনীপুর ল কলেজে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।শতাধিক ব্যাক্তির উপস্থিতিতে অনুষ্ঠিত এই সভায় স্বাগত ভাষণ দেন জেলার বিশিষ্ট লোকসাহিত্যিক ও গবেষক ডঃ মধুপ দে।আলোচক হিসেবে বক্তব্য রাখেন পুরুলিয়ার দেবেন মাহাতো মেডিকেল কলেজের চিকিৎসক ডাঃ প্রান্তিক ভুঁইয়া,চিকিৎসক ডাঃ সুদীপ চৌধুরী,ডাঃ অনুপম নায়েক প্রমুখ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের থিম “তামাক ও ফুসফুসের স্বাস্থ্য” এই বিষয়ের উপর বিশেষ আলোকপাত করে চিকিৎসকরা তাঁদের বক্তব্য রাখেন।নেশার কুফল, ফুসফুসের স্বাস্থ্য,নেশা থেকে মুক্তি পাওয়ার উপায় নিয়ে ডাক্তারবাবুরা সবিস্তারে আলোচনা করেন।উপস্থিত সকলে এই ধরনের আলোচনা সভা সংগঠিত করার জন্য মেদিনীপুর সমন্বয় সংস্থা এবং সংগঠনের জনস্বাস্থ্য ও পরিবেশ উপসমিতির আহবায়ক অমিত কুমার সাহু এবং ত্রাণ উপসমিতির আহ্বয়াক সদানন্দ সরকারের বিশেষ প্রসংশা করেন।সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মূকুল রঞ্জন রায়।
আরও পড়ুনঃ শিয়ালদহ স্টেশনে তামাক সেবন বিরোধী কর্মসূচি পালন চিকিৎসক সংগঠনের
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী নন্দদুলাল ভট্টাচার্য। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক ঘাঁটা,মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ডঃ প্রসূন কুমার পড়িয়া , জঙ্গলমহল উগ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক শিক্ষক সুব্রত মহাপাত্র,মেদিনীপুর ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ সহ অন্যান্যরা।অনুষ্ঠানটি সুচারুভাবে সম্পন্ন হওয়ায় উদ্যোক্তাদের পক্ষ থেকে সবাই কে ধন্যবাদ জানান অমিত কুমার সাহু।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584