নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মিলি ওঁরাওয়ের সমর্থনে সভা করে বামফ্রন্ট।এই সভাতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিমিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র।এছাড়া এদিন এই জনসভাতে আরএসপি দলের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের প্রার্থী মিলি ওঁরাও ছাড়াও সংগঠনের রাজ্য নেতা মনোজ ভট্টাচার্য্য উপস্থিত ছিলেন।


আরও পড়ুনঃ suryakanta
এই সভাতে সূর্য্যকান্ত মিশ্র রাজ্য ও কেন্দ্র সরকারের কড়া সমালোচনা করেন।তিনি বলেন,“কেন্দ্রের বিজেপি যুদ্ধ যুদ্ধ খেলছে।সব গট আপ।এই রাজ্যে বিজেপিকে ১০টি আসন উপহার দিয়েছে তৃণমূল কংগ্রেস।ভোটের পরে তা বোঝা যাবে।”
পরে এদিন সাংবাদিক সম্মেলনে সূর্য্যকান্ত মিশ্র বলেন,“কংগ্রেস বামফ্রন্টের আসন সমঝোতা না হওয়ায় কোন অসুবিধে হবে না। যেখানে যে শক্তিশালি মানুষ তাকে ভোট দেবে। আলিপুরদুয়ারে মানুষ বাম ফ্রন্টকেই ভোট দেবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584