পিয়ালী দাস,বীরভূমঃ
সোমবার বীরভূমের দুটি আসনে লোকসভা নির্বাচন।ভোটের আগের দিন রবিবার সিউড়িতে আসেন পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে।তিনি সিউড়ির সার্কিট হাউসে প্রত্যেক রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেন।বিরোধিরা অভিযোগ করেন সন্ত্রাস সৃষ্টি করা হচ্ছে।ভয় দেখানো হচ্ছে ভোটারদের। কেন্দ্রীয় বাহিনীকে সঠিক ভাবে কাজ করতে দেওয়া হচ্ছেনা।
সিপিএম অভিযোগ জানায় জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল সন্ত্রাস চালাচ্ছে।কখনো বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হচ্ছে,তো কখনো প্রকাশ্যে মারধর করা হচ্ছে সিপিএমের নেতা কর্মীদের। পুলিশ সঠিক ভূমিকা পালন করছে না,কেন্দ্র বাহিনীকে ঠিক মত ব্যবহার করছে না পুলিশ।
আরও পড়ুনঃ ঘাটালে তৃণমূল মহিলা সমিতির বৈঠক
কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় তৃণমূল নেতাদের সাথে সাথে পুলিশ ও তাদের হয়ে কাজ করছে।লাভপুর থানার ওসির নাম নিয়েই অভিযোগ জানান হয় বিবেক দুবের কাছে।কংগ্রেসের পক্ষ থেকে বলা হয় লাভপুর থানার ওসি কংগ্রেসের কর্মীদের গ্রামে ঢুকতে দিচ্ছে না। বিভিন্ন কারণে বাড়ি ছাড়া হয়ে রয়েছে কংগ্রেসের কর্মীরা।ওসিকে ফোন করলে ওসি জানাচ্ছেন এখন আসার দরকার নেই,ভোট পেরিয়ে গেলে তারপর আসুন।ফোনে এই কথোপকথনের যথেষ্ট প্রমাণ তুলে দেওয়া পর্যবেক্ষকের হাতে।
বিজেপির পক্ষ থেকে এ দিল হাজির ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী দুধ কুমার মন্ডল।তিনি বৈঠক শেষে জানান পুলিশ প্রশাসনের ওপর তাদের আস্থা নেই।কারণ কেন্দ্র বাহিনী ঠিকঠাক কাজ করবে,কিন্তু তাদেরকে বিভিন্ন জায়গায় মিসগাইড করবে রাজ্যের পুলিশ।
সে কারণে তারা সঠিকভাবে কাজ করতে পারবে না।তৃণমূল ভয় পেয়েছে,ওরা জানে সন্ত্রাস সৃষ্টি না করলে ভোটে জিততে পারবো না।সে কারণেই এমনটা করছে।পাশাপাশি তিনি জানান পুলিশ প্রতিরোধ না করলে তারা নিজেরাই প্রতিরোধ করবে বুথে বুথে।সঠিকভাবে ভোট পরিচালনা করতে সাধারণ মানুষ নিজেরাই রাস্তায় নামবে।
বিভিন্ন রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকের পর বিবেক দুবে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।দফায় দফায় বৈঠক শেষে পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে জানান বীরভূমে সুষ্ঠ ভোট করার লক্ষ্যে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে।জেলায় কিছু জায়গায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটলেও বিবেক দুবে জানান এটা তার জানা নেই।আগামী কাল নির্বাচনের দিকে চোখ থাকবে সবার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584