সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগনাঃ
প্রানী সম্পদ দফতরের তৃনমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়নের কর্মশালায় দশ দফা দাবি তুলল সদস্যরা । মগরাহাট এক নম্বর ব্লকের উস্থির জনসংযোগ তৃনমূল কংগ্রেস কার্যালয়ে কর্মশালার আয়জন করা হয়।
তৃনমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়নের রাজ্যকমিটির সহযোগে এই আয়জন। দুই ২৪ পরগনা, মেদিনীপুর ,বর্ধমান চারটি জেলার ৩০০ জন প্রতিনিধি অংশ গ্রহন করেন। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রানীসম্পদ দফতরের তৃনমূল কংগ্রেস পরিচালিত ইউনিয়ন সদস্যরা অংশ নেন।
দশদফার দাবির মধ্য অন্যতম দাবি ১৫০০ টাকা ইনসেনটিভ থেকে ১০ হাজার টাকা সাম্মানিক দিতে হবে। স্বাস্থ্য বিমা চালু করতে হবে প্রত্যক কর্মীদের। এছাড়া অসংগঠিত শ্রমিকদের আওতায় আনতে হবে।
আরও পড়ুনঃ ডেঙ্গি রুখতে কামান দাগলেন কাউন্সিলর
প্রানী সম্পদ দফতরের পঞ্চায়েতে,পঞ্চায়েতে সেন্টার পরিসেবা চালু করতে হবে । রাজ্য ক্ষমতায় আসার পর নানান প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।
অসংগঠিত শ্রমিক থেকে প্রকল্প যুক্ত শ্রমিক আওতায় আনা হয়েছে অনেকের। কিন্তু প্রানী সম্পদ দফতরের প্রানী সেবা, প্রানী মিত্রা , প্রানী বন্ধু কর্মচারীদের সরকারী সুযোগ সুবিধা পাননি বলে দাবি।
আরও পড়ুনঃ হাটে মার্কেট কমপ্লেক্স নির্মানে মাপজোকের সূচনা ফালাকাটায়
যদিও এই দশ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে জানাবার কথা জানান, রাজ্যর সংখ্যালঘু উন্নয়ন দফতরের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা।
তিনি বলেন এই দফতরের প্রায় ৬০ শতাংশ সংখ্যালঘু মহিলা। যে কারনে গৃহস্থের পরিবারে আয় বাড়াতে এদিকে বেশি করে জোর দিতে হবে। একাধিক মহিলারা চাওয়া-পাওয়া নিয়ে মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লার কাছে অভিযোগ জানান। তাদের দাবিগুলি অবিলম্বে সুব্যবস্থা করার।
উপস্থিত ছিলেন মগরাহাট একনম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দু মন্ডল, দক্ষিন ২৪ পরগনা জেলার জেলা পরিষদের সদস্য মুজিবর রহমান , শিক্ষা কর্মাধ্যক্ষ সেলিম খান , প্রানী সেবা , প্রানী মিত্রা,এ আই ওয়ার্কার ও প্রানী বন্ধু কর্মচারী ইউনিয়নের রাজ্য সম্পাদক গৌতম চ্যাটার্জি, রাজ্য সভাপতি সৌমিত্র মন্ডল। চাওয়া পাওয়া কর্মীদের কতটা সরকার কার্যকরী হয় এখন সেটাই দেখার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584