নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর জখম হলেন দুই লিচু ব্যবসায়ি।রবিবার রাতে কালিয়াচক থানার আলিপুরের দালাল মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।গুরুতর জখম অবস্থায় ওই দুই ব্যক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন।
ঘটনায় এদিন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী।ঘটনাস্থল থেকে দুটি তাজা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। ঘটনায় এদিন তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে জখম হয়েছেন রিয়াজউদ্দিন মমিন(৪০)বাড়ি কালিয়াচকের আলিপুর এক নম্বর পঞ্চায়েতের মারুয়াবাদ গ্রামে।অপরজন সফিকুল শেখ(৩৫),বাড়ি কালিয়াচকের খাস চাঁদপুর গ্রামে।আহত দুইজনই পেশায় লিচু ব্যবসায়ী।
আরও পড়ুনঃ বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
জানা গিয়েছে রবিবার রাতে দালাল মোড় বাজারে লিচু মজুত করে গোডাউনে। তারপর পাশে দোকানে চা খেতে যায়।সেই সময় হঠাৎ ইলেক্ট্রীক চলে যায়।সঙ্গে সঙ্গে জনবহুল এলাকায় শুরু হয় ব্যাপক বোমাবাজি। আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে সাধারণ মানুষ।
বোমার মাঝে পড়ে জখম হয় দুই জন। প্রায় তিন থেকে চারটি বোমা ছোড়ার পর পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয়রা জখম দুই জনকে উদ্ধার করে প্রথমে সিলামপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যায়।অবস্থার অবনতি হওয়ায় তাদের মালদা মেডিকেলে পাঠানো হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার করে দুটি তাজা বোমা।সেগুলি নিষ্ক্রিয় করে পুলিশ।এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার তদন্তে নেমেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584