সুদীপ পাল,বর্ধমানঃ
রাজনীতি আগে না মানুষ আগে?এবার এই প্রশ্নই তুলছেন দুর্গাপুরের ৩০ নং ওয়ার্ডের করঙ্গপাড়ার বাসিন্দারা।দুর্গাপুরের এই এলাকার বিশেষ খ্যাতি আছে রাজনৈতিক তাপ থেকে নিজেদের বাঁচিয়ে রাখে। অর্থাৎ ভোটের মরসুমে এলাকায় দেওয়াল লিখন হয় না।
নেতাদের সাথে বাসিন্দাদের সম্পর্কে রাজনৈতিক ভেদাভেদকে গুরুত্ব দেওয়া হয় না।অথচ ভোটের ফলাফল পরবর্তীতে এখানে পানীয় জলের টাইম কল ভেঙে দিল দুষ্কৃতীরা।স্থানীয় কাউন্সিলর রুমা পাড়িয়াল ও পশ্চিম বর্ধমান জেলার বিধায়ক বিশ্বনাথ পাড়িয়ালের বাড়ির সামনের পানীয় জলের টাইম কলটিও ভেঙে দেওয়া হয়েছে। রুমাদেবী ঘটনাস্থলে সরজমিনে এসে হাজির হন।
আরও পড়ুনঃ দুষ্কৃতীদের ছোঁড়া বোমার আঘাতে গুরুতর জখম দুই লিচু ব্যবসায়ী
উল্লেখ্য, ভোটের ফলাফলে দেখা যায় এই ওয়ার্ডে বিজেপি যথেষ্ট লিড পেয়েছে। সে প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তিনি যাবেন তাতে তিনি বিজেপি থেকে নির্বাচিত হলেও। কিন্তু মানুষের অসহায়তা নিয়ে রাজনীতি করতে দেবেন না।
বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক অভিজিৎ দত্ত ঘটনাস্থলে আসেন।এলাকায় অশান্তি সৃষ্টি করতে দুষ্কৃতীরা পরিকল্পিত ভাবে এই সব কাজ করছে বলে মনে করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি উত্তম মুখার্জী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584