নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কর্মাধ্যক্ষের ছেলেকে অপহরনের চেষ্টার সরাসরি অভিযোগ বিধায়কের দিকে।
মুর্শিদাবাদ জেলা পরিষদ সদস্য তথা স্বাস্থ্য ও পরিবেশ কর্মধ্যাক্ষ আনারুল হকের ছেলেকে অপহরন করার চেষ্টা করল দুষ্কৃতীরা। শুক্রবার সকালে বাইকে স্কুলে যাচ্ছিল আনারুলের ছেলে।
পথে ধুলিয়ান ডাকবাংলো মোড়ের কাছে বেশ কিছু দুষ্কৃতী তাদের অপহরন করার চেষ্টা করে বলে অভিযোগ। আনারুল হক জানান দুষ্কৃতীরা সকলে বিধায়ক আমিরুল ইসলামের লোক। রফিকুল নাওয়াজ, লতিফ, সহিদুল, জাহাঙ্গীর এদের নামে সরাসরি অভিযোগ আনেন আনারুল তাদের ছেলেদের অপহরনের চেষ্টায়। এরা সকলেই সামসেরগঞ্জ থানার হাউসগ্রামের বাসিন্দা বলে জানা যায়। অপহরনকারীরা বাইকের সামনে দাঁড়িয়ে পথ আটকায় এবং আনারুলের দুই ছেলেকে গাড়ীতে ওঠায়।
তবে আওয়াজ শুনে স্থানীয়রা পথ আটকালে তারা বাচ্চাদের ছেড়ে পালায় এমনটাই জানা যাচ্ছে।
অপহরনকারীদের নামে থানায় অভিযোগ করেন আনারুল এবং তাদের যতক্ষণ না গ্রেফতার করা হচ্ছে থানার সামনেই ধরনায় বসে থাকবেন সকলে বলে জানালেন কর্মাধ্যক্ষ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584