অর্থবলেই কি প্রভাবিত জনমত মোদীর পক্ষে,সিএমসি রিপোর্টে উঠছে প্রশ্ন

0
54

নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ

the modi probhabito with  cash
ছবিঃ টুইটার

ভারতবর্ষ একটি উন্নয়নশীলদেশ।বৃহত্তম গণতান্ত্রিক দেশে কিছুদিন আগেই সপ্তদশ লোকসভা নির্বাচন শেষ হয়েছে,পুনরায় ক্ষমতায় আসীন হয়েছে বিজেপি।বহু জনমত নিয়ে রেকর্ড তৈরি করে সরকার গঠন করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।তবে এর পেছনে শুধু জনমতই ছিল নাকি অন্যকোনো বিষয় ছিল তা নিয়ে বিশ্লেষণ শুরু হয়েছে।

ভারতে নির্বাচনী প্রক্রিয়া বেশ খরচ সাপেক্ষ সেটি যেমন সত্যি কিন্তু সেই প্রক্রিয়ায় নিজের দিকে হাওয়া রাখাটাও একটা খরচ আছে।আর প্রচারে অর্থের যে বর্ষা ঝড়িয়েছিল বিজেপি নির্বাচনের মধ্যেই সে রিপোর্ট সামনে আসে।

প্রচার সহ গোটা প্রক্রিয়ায় ভারতীয় জনতা পার্টি ২৭০০০কোটি টাকা খরচ করেছে।সমগ্র ভোট উৎসবে ৬০০০০ কোটি টাকা খরচ হয়েছে ,এমন তথ্যই প্রকাশিত হয়েছে সেন্টার অফ মিডিয়া স্টাডি’র রিপোর্টে।২০১৯ লোকসভা নির্বাচনের খরচের হিসেব এতটাই বেশি যে এযাবৎ বিশ্বে এত খরচ করে নির্বাচন কোথাও হয়নি বলেই দাবি করছে সিএমএস।

কংগ্রেস পার্টি আগের থেকে বেশ কিছুটা খরচ কমিয়েছে নির্বাচনে।২০১৪ লোকসভা নির্বাচনের থেকে এই নির্বাচনের খরচ যেমন কয়েক গুণ বেশি তেমনি এই হিসেব রেখে চললে আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে খরচের পরিমান এক ট্রিলিয়ন ছাড়াবে বলে মনে করছে সিএমএস চেয়ারপার্সন এন বি রাও।

প্রত্যেক ভোটারপিছু এবারের নির্বাচনে খরচ ৭০০ টাকা।যা আগের নির্বাচনের খরচ থেকে অনেকটাই বেশি।এই অবিশ্বাস্য খরচ দেখাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের খরচকেও ভারতের লোকসভা নির্বাচনের খরচ হেলায় হারিয়ে দিয়েছে।

সমীক্ষার তথ্য অনুযায়ী ১২০০০-১৫০০০ কোটি টাকা প্রত্যক্ষ ভাবে ভোটারদের উপর এবং ২০০০০-২৫০০০ কোটি টাকা প্রচারের জন্য খরচ করা হয়েছে।

উন্নয়নশীল দেশে যদি নির্বাচনে এমন খরচের হিসেবের নমুনা হয় তবে প্রশ্ন চিহ্ন ওঠা স্বাভাবিক ভ্রষ্টাচার আর কালো টাকা সম্পর্কে বাক্য বিন্যাস না করে কার্যত কোনো সুপরিকল্পিত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।এবিষয়ে দলমত নির্বিশেষে গণতন্ত্রকে যথার্থ মর্যাদা দিতেই সেই চেষ্টা শুরু করা উচিত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here