নিউজফ্রন্ট,ওয়েবডেস্কঃ
আজ ১৪ই মে, মঙ্গলবার।মে মাসের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় দিন।গোটা মে মাস জুড়েই যেন কেমন একটা ফলাফলের ভাব।তবে আগামী কদিন যেন ফলাফলের জন্যেই স্মরণীয় হয়ে থাকবে।আগামী ১৬-ই মে,বৃহস্পতিবার সকাল ১১টা থেকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের ‘হাইমাদ্রাসা’, ‘আলিম’ ও ‘ফাজিল’ এই তিন বিভাগের ফলাফল জানা যাবে।
তার কিছুদিন পরেই ২১ শে মে মঙ্গলবার, সোমবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করতে চলেছে ২০১৯ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল।নির্ধারিত ৯০ দিনের মধ্যেই ঘোষিত হতে চলেছে ফলাফল।
আরও পড়ুনঃ শিক্ষার আলোয় উজ্জ্বল
পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদও। তারাও জানিয়ে দিয়েছে মে মাসের শেষ সপ্তাহের প্রথমদিনেই অর্থাৎ আগামী ২৭-শে মে, সোমবার সকাল ১০টাই তারা এ বছরের উচ্চ-মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করবে। এবছর উচ্চ-মাধ্যমিকের লিখিত পরীক্ষা ২৬-শে ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হয়েছিল ১৩-ই মার্চ।
লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৭৪ দিনের মাথায় ঘোষিত হতে চলেছে ফলাফল।এসবের মাঝে আগামী ২৩-শে মে,বৃহস্পতিবার সারা দেশে ২০১৯ সাধারণ নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে এবং তার সাথেই পশ্চিমবঙ্গের ৫টি বিধানসভা উপ-নির্বাচনেরও ফলাফল ঘোষণা হবে ঐ দিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584