ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
#UK's #PrinceCharles was cured of #Covid19 through ayurveda and homeopathy treatment from a #Bengaluru-based holistic resort, Union Minister of State for AYUSH Shripad Naik claimed on Thursday. #COVID19Pandemic pic.twitter.com/7SRVWARfBL
— IANS Tweets (@ians_india) April 2, 2020
কেন্দ্রীয় আয়ূস প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক দাবি করেছিলেন যে আয়ুর্বেদিক চিকিৎসায় প্রিন্স চার্লস করোনামুক্ত হয়েছেন। তাঁর এই দাবি খারিজ করে প্রিন্স চার্লসের মুখপাত্র জানান যে চার্লসের সুস্থ হওয়ার সঙ্গে আয়ুর্বেদিক চিকিৎসার কোনো সম্পর্ক নেই। তিনি ব্রিটেনের স্বাস্থ্য পরিষেবা কর্তৃপক্ষের চিকিৎসা উপদেশ মেনেই সুস্থ হয়ে উঠেছেন।
The Ministry of AYUSH had earlier issued directions to stop and prevent publicity of AYUSH related claims for COVID-19 treatment. pic.twitter.com/tuMqY9qLAw
— Live Law (@LiveLawIndia) April 4, 2020
এ প্রসঙ্গে শ্রীপাদ নায়েক বলেন যে তার কাছে কোনো তথ্য ছিল না। তিনি দাবি করেন যে যিনি বেঙ্গালুরুর আয়ুর্বেদ রিসোর্ট চালান তিনি এই তথ্য দিয়েছিলেন। সেই ব্যক্তিই নাকি দাবি করেছিলেন প্রিন্স চার্লস তাঁর রোগী ও তিনিই প্রিন্স চার্লসকে সুস্থ করে তুলেছেন।
Prince Charles on the "strange, frustrating and often distressing experience" following his diagnosis with coronavirushttps://t.co/xVIUs6SLtl pic.twitter.com/LGKknzLRuE
— BBC News (UK) (@BBCNews) April 1, 2020
উল্লেখ্য কিছুদিন আগে জানা গেছিল যে প্রিন্স চার্লসের শরীরে করোনা বাসা বেঁধেছে। তিনি বেশ কিছুদিন আইসোলেশনও ছিলেন। পরে এক ভিডিও বার্তায় তিনি জানান যে তিনি সুস্থ হলেও সামাজিক দূরত্ব বজায় রেখে আইসোলেশনই রয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584