সুদীপ পাল, বর্ধমানঃ
পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি গ্রামবাসীদের সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিলেন। ‘দিদিকে বলো’ কর্মসূচি উপলক্ষে তিনি ডালুরবাঁধ ৬ নম্বর এলাকায় গ্রামবাসীদের কথা শুনলেন।
যতটুকু সময় ছিলেন গ্রামবাসীদের সমস্যা শোনার পরে তিনি নিজেই বলেন আরও অনেক সমস্যা রয়ে গেল যেগুলো শোনা গেল না। সেই সমস্যাগুলি স্থানীয় পঞ্চায়েত প্রধান বা পার্টিকর্মীদের সাদা কাগজে লিখে জানাতে বলেন। আগামী চার দিনের মধ্যে সেই সমস্ত সমস্যার স্কুটনি করে দ্রুত সমাধান দেওয়ার আশ্বাস তিনি দেন।
আরও পড়ুনঃ বিশ্বমাদক বিরোধী দিবসে শোভাযাত্রা কোলাঘাটে
খনি এলাকায় আইন শৃংখলার অবনতি নিয়ে জিতেন্দ্রবাবু বলেন, খনি এলাকায় আইন শৃংখলার অবনতি ছিল। কিন্তু সেসব এখন কোন সমস্যাই নয়। বরং মানুষ এখন উন্নয়নের কথা ভাবছে।
সমস্যায় জলের প্রসঙ্গ উঠে আসে। খনি এলাকা হওয়ায় জলস্তর এখানে নিচেই থাকে। ইসিএল উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও তা করেনি। এই বিষয়টিও জিতেন্দ্রবাবু তাদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584