সুদীপ পাল,বর্ধমানঃ
বেতন বৃদ্ধির দাবিতে বর্ধমান পুরসভার অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ রেখেছিল বৃহস্পতিবার।সেই বিক্ষোভ জারি থাকলো।পুরোসভার বক্তব্য, বিষয়টি পুরসভার প্রশাসক তথা বর্ধমান দক্ষিণের মহকুমা শাসককে জানানো হয়েছে।তিনি সিদ্ধান্ত নেবেন এই বিষয়টি কিভাবে সমস্যার সমাধান করা যায়।
আরও পড়ুনঃ লোকসভার নিরিখে ঝাড়গ্রাম পুরসভার দশ ওয়ার্ডে এগিয়ে বিজেপি,আটটিতে তৃণমূল
যদিও অস্থায়ী কর্মীদের অভিযোগ,আগে আঠারো জন অস্থায়ী পুরো কর্মীর বেতন দুই হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয় কিন্তু বাকিদের তা জানানো হয়নি।কেন জানানো হয়নি এবং কেন শুধু গুটিকয়েক পুরকর্মীরই বেতন বাড়ানো হলো সেই প্রশ্ন তাঁরা সামনে আনছেন।মীমাংসা না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলেও তাঁরা জানিয়েছেন।উল্লেখ্য, এই বিষয়েই মঙ্গলবারও বিক্ষোভ দেখিয়েছিলেন অস্থায়ী কর্মীরা।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584