মেধাবী ছাত্র বাপ্পার পাশে দাঁড়ালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি

0
92

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

municipality support to talented student | newsfront.co
নিজস্ব চিত্র

মেধাবী দুঃস্থ ছাত্র বাপ্পার করুন আবেদনে সারা দিয়ে পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্ত্তিক চন্দ্র পাল।তিনি আজ বাপ্পাকে তার পৌরসভায় নিজের কক্ষে ডেকে আশ্বাস দিলেন।তার আগামী তিন বছরে রায়গঞ্জ ইউনিভার্সিটির হোস্টেলে থেকে যে খরচা হবে পড়াশোনা করতে তার সম্পূর্ণটাই কার্তিক বাবু বহন করবেন।

 municipality support to talented student | newsfront.co
নিজস্ব চিত্র

এর পাশাপাশি মেধাবী দুঃস্থ ছাত্রের বাড়িতে যাতে খুব তাড়াতাড়ি বিদ্যুতের আলো জ্বলে তার জন্য তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন বলে জানা গেছে।উল্লেখ্য বাপ্পা রায় সবার কাছে করুন আবেদন করেন যেহেতু সে উচ্চ মাধ্যমিক ৪২৪ নম্বর পেয়ে ভালো রেজাল্ট করেছে তাই সে অঙ্কতে সাম্মানিক নিয়ে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ে পড়াশোনা করতে চায়।

আরও পড়ুন: জীবন যুদ্ধে প্রতিদিন লড়ছে মেধাবী বাপ্পা

কিন্তু তার মুস্তাফানগর গ্রামের বাড়ির অবস্থা এতটাই খারাপ কোন ভাবেই আর পড়াশোনা চালানো সম্ভব নয়।কালিয়াগঞ্জের পৌর পিতা তাকে পৌরসভায় ডেকে তার অবস্থার করুন কাহিনী শুনে বাপ্পাকে বলেন তার বিশ্ব বিদ্যালয়ে উচ্চ শিক্ষার সমস্ত ব্যয়ভার তিনিই বহন করবেন।এই কথা শুনে বাপ্পার মুখে হাসি ফোটে।বাপ্পা বলে সে মানুষ হয়ে দেখাতে চায় ।

এবার তার মনের আশা পূরণ করতে ভগবান রূপেই কার্তিক পাল হাজির হয়েছে।বাপ্পা রায়ের বাবা ইটভাটার শ্রমিকের কাজ করে ও মা অন্যের বাড়িতে কাজ করে বাপ্পাকে খুব কষ্টের মধ্যে পড়াশোনা করিয়েছে বলে বাপ্পা জানায়।কালিয়াগঞ্জ পৌর সভার চেয়ারম্যান কার্তিক চন্দ্র পালের এই খবর জানাজানি হতেই তাঁকে কালিয়াগঞ্জের মানুষ অভিনন্দন জানায় বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here