নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

গরু চরানোকে কেন্দ্র করে সালিশি সভার পর রাতে পিটিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের গুড়গুড়িপাল থানার অন্তর্গত বেড়া এলাকায়।জানা যায়, কান্ত হেমব্রম এলাকায় দীর্ঘদিন রাখালের কাজ করে।

গতকাল গ্রামের সীমানায় গরু চরাতে গেলে গ্রামের মোড়লরা ৫ হাজার টাকা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় প্রথমে তাকে গ্রামে সালিশি সভা ডাকা হয়।

পরে রাতের দিকে কান্ত হেমব্রমের বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করা হয় তার স্ত্রী আলমনি হেমব্রম ও কান্ত হেমরমকে।লাঠির ঘায়ে মাটিতে লুটিয়ে পড়ে কান্ত হেমব্রম।
আরও পড়ুনঃ বীরভূমে বিজেপি নেতা হত্যার অভিযোগে বহরমপুর থেকে ধৃত তৃণমূল কর্মী
কোন মতে পালিয়ে প্রাণে বাঁচে স্ত্রী ও তার ছেলে।পরে গুড়গুড়িপাল থানার পুলিশ খবর পেয়ে বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে।
দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584