বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন,পলাতক অভিযুক্তরা

0
72

নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

the murder for External relation
মৃতা

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা।ইংরেজবাজার শহরের কৃষ্ণকালীতলা এলাকার ঘটনা।পুলিশ জানিয়েছে, মৃতার নাম অন্তরা কর দে(‌২৭)‌।

মকদমপুরের কৃষ্ণকালীতলা এলাকায় তাঁর শ্বশুরবাড়ি।অভিযুক্ত স্বামী অভ্রপ্রকাশ দে রেল কর্মী। তাঁদের ৬ বছরের কন্যাসন্তান রয়েছে। রবিবার সন্ধের দিকে অন্তরাকে আশঙ্কাজনক অবস্থায় বাড়িতে দেখতে পান বাবার বাড়ির লোকেরা।গলায় তাঁর চোট ছিল।তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে আনা হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত বলে জানান।

আরও পড়ুনঃ কর্মী খুনের প্রতিবাদে রান্টুয়ায় বিজেপির পথ অবরোধ

মৃতার পরিবারের লোকেরা অভিযোগ করে বলেন,স্বামী অসঙ্গতিপূর্ণ কথা বলে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করেছে প্রথম থেকে।তারপর না পেরে বাড়ি ছেড়ে পালিয়েছে। মৃতার বাবার বাড়ি শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনিতে। বাবা অসীমকুমার কর আরপিএফের এএসআই। তিনি অভিযোগ করে বলেন,‘‌জামাই রেলের চাকরি করে।কিন্তু অফিসে সিংহভাগ দিনই সে যেত না।

এই নিয়ে মেয়ে কিছু বলতে গেলেই তাকে মারধর করত।বেতনের সব টাকা উড়িয়ে দেয় মদের পেছনে।মেয়ে কিছু বলতে গেলেই তাকে মারধর করে।কিছুদিন আগেই ব্যাপক মারধর করে মেয়েকে।’‌ তিনি আরও অভিযোগ করে বলেন,‘‌কাল সন্ধেয় আমি তখন অফিসে। জামাই ফোন করে বলে আমার মেয়ে নাকি পড়ে গিয়ে অচৈতন্য হয়ে পড়েছে। তাও মেয়েকে হাসপাতালে আনার ব্যবস্থা করেনি সে। আমাদের সন্দেহ হয়।আবার আমরা সেখানে গেলে বলে মেয়ে নাকি ফাঁস দিয়েছে।

কিন্তু আমরা একরকম নিশ্চিত জামাই আমার মেয়েকে শ্বাসরোধ করে মেরে ফেলে রাখে।’‌ মৃতার মাসতুতো দাদা বিশ্বজিৎ চৌধুরি অভিযোগ করে বলেন,‘‌জামাইয়ের ফেসবুক প্রফাইল ঘেঁটে দেখেছি, আমাদের সন্দেহ ওর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে।এই নিয়ে মাঝেমধ্যেই ঝামেলা করত সে।ওর শাস্তি দাবি করছি আমরা।’‌ স্বামী ও শাশুড়ির নামে অভিযোগ দায়ের করেছেন মৃতার বাবা অসীমকুমার কর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here