নিজস্ব সংবাদদাতা,মালদহঃ
জমি নিয়ে দুই পরিবারের বিবাদের জেরে খুড়তুতো ভাইকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল চার জনের বিরুদ্ধে।
গুরুতর জখম আবস্থায় ওই জখম ব্যাক্তি বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন। শুক্রবার সন্ধ্যায় মানিকচক থানার জালালপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।মানিকচক থানায় অভিযোগ জানালে অভিযুক্ত দুই জনকে আটক করে পুলিশ।
পরিবার ও পুলিশ সুত্রে জানা গিয়েছে,জখম ব্যাক্তির নাম সাদ্দাম হোসেন(২৪)।পেশায় গাড়ি চলক।পরিবারে রয়েছে স্ত্রী নূরেসা বিবি সহ দুই ছেলে মেয়ে।
আরও পড়ুনঃ অবৈধ সম্পর্ক জেরে প্রকাশ্য রাস্তায় কোপানোর অভিযোগ
জানা গিয়েছে,চার বিঘা চাষের জমির ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পারিবারিক বিবাদ চলছে। সাদ্দাম হোসেন ও তার খুড়তুতো ভাই সেরাজুল শেখের মধ্যে জমির দখলদারী নিয়ে ঝামেলা।শুক্রবার সন্ধ্যায় সাদ্দাম হোসেন মানিকচক ঘাটে যায় এক আত্মীয়কে নিতে।সেই সময় সাদ্দামকে রাস্তায় একা পেয়ে সেরাজুল শেখ ও ফৈইউদ্দিন শেখ সহ চার জন মারধোর ও ধারালো অস্ত্র দিয়ে কোপায়।
জখম আবস্থায় তাকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা জখম সাদ্দামকে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।কিন্তু তার আবস্থার আবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাকে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন।
ঘটনায় মানিকচক থানায় অভিযোগ জানালে অভিযুক্ত সেরাজুল ও ফৈইউদ্দিনকে আটক করে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584