যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য

0
50

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the mysterious death of a boy
মৃত যুবক।নিজস্ব চিত্র

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে রহস্য।ঘটনাটি ঘটেছে দষ্ণিন ২৪ পরগনার বিষ্ণুপুর থানার গড় গগন গোয়ালিয়ায়।এলাকায় এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্রে করে ধন্ধে রয়েছে পরিবার।সন্ধ্যা ৬:৩০ সময় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতি হয় বছর ২৯ শের যুবক।তার নাম চন্দন রায়।

the mysterious death of a boy5
নিজস্ব চিত্র

বাবা মা ও চার ভাইয়ের সংসার , সেই পরিবারে কি করে এমন ঘটনা ঘটলো তা নিয়ে রহস্য দানা বাঁধছে।মৃত চন্দন রায়ের বাবা সুরেশ রায় বলেন, “আমার সেজ ছেলের মৃত্যু নিয়ে আমরা রহস্যের মধ্যে পরে আছি।

আরও পড়ুনঃ ট্রাক্টরের লুটারে পিষ্ট হয়ে কিশোরের মৃত্যু

the mysterious death of a boy
সুরেশ রায়,মৃতের বাবা।নিজস্ব চিত্র

চন্দন রাজ মিস্ত্রির জোগারের কাজ করতো,একটু নেশা ভান করতো এবং শনিবার সন্ধ্যার সময়ে আমরা বাড়িতে কেউ ছিলাম না সেই সুযোগে গলায় দরি ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে,পরিবারের কারোর সঙ্গে ঝগরা ঝাটি কিছুই হয়নি।কি কারণে এমন করলো জানা নেই।”

খবর পেয়ে ঘটনাস্থলে বিষ্ণুপুর থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে আমতলা গ্রামীন হসপিটালে নিয়ে আসে হসপিটালে আনার পর চিকিংসকেরা মৃত বলে ঘোষনা করেন।মৃতদেহ ময়না তদন্তের জন্য মমিন পুরে পাঠিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ।ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হয় পরিবারের লোকজনের হাতে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।মৃত্যুর কারণ জানতে তদন্তে নেমেছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here