ভোটারদের উৎসাহিত করতে প্রশাসনের অভিনব উদ্যোগ

0
30

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the new strategy of election commission
নিজস্ব চিত্র

ভারতের সবচেয়ে বড় উৎসব নির্বাচন উৎসব।সেই নির্বাচনে যাতে সকলেই অংশগ্রহণ করতে পারে তার জন্য অভিনব উদ্যোগ নিল বারুইপুর মহকুমা দপ্তর। নির্বাচন উপলক্ষ্যে তৈরি করা হয়েছে মেয়ের জন্য কানের দুল এবং ছেলেদের জন্য হাতের উৎসব ব্যাণ্ড।

the new strategy of election commission
দেবারতি সরকার,বারুইপুর মহকুমা নির্বাচন আধিকারিক ।নিজস্ব চিত্র

আজ এইগুলি আত্মপ্রকাশ করলেও আগামীদিনে সবার কাছেই এইগুলি পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন বারুইপুরের মহকুমা নির্বাচন আধিকারিক৷ দুটিতেই রয়েছে নির্বাচনের লোগো।এছাড়া মহকুমা নির্বাচন আধিকারিকের দপ্তরের উদ্যোগে একটি নাটকও উপস্থাপনা করা হয়েছে যার নাম ভোরের আলো।

আরও পড়ুনঃ ভোটারদের নির্বাচনে উৎসাহিত করতে ‘নিজের ভোট নিজে দিন মুর্শিদাবাদকে এগিয়ে দিন’ স্লোগানে অভিনব উদ্যোগ

the new strategy of election commission
ভোটদান উৎসাহ প্রচারে নাটক । নিজস্ব চিত্র

নাটকের মধ্যে বিভিন্ন পেশার মানুষদের মনোভাব তুলে ধরা হয়েছে।যে যে পেশাতেই ব্যস্ত হোক না কেন সকলেরই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত,সেই বার্তাই দেওয়া হয়েছে ৷মহিলা,বয়স্ক এবং বিশেষ ভাবে সক্ষম অর্থাৎ দিব্যাঙ্গ ভোটাররা যাতে এই নির্বাচনে অংশ নিতে পারেন তার উপর জোর দেওয়া হচ্ছে।গণতান্ত্রিক অধিকার প্রয়োগে উৎসাহিত করতে প্রশাসনের এমন উদ্যোগ কতখানি গ্রহণ করবে মানুষ তা সময় বলবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here