নাবালিকা গৃহবধূ খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে

0
120

সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ

the newly housewife murder
মৃতদেহ।নিজস্ব চিত্র

বিয়ের ৬ মাসের মধ্যে গৃহবধূ খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনা জেলার ঢোলাহাট থানার বড় চুন ফুলি এলাকায়।মৃতা নুরজাহান বিবি(১৭) পাশের গ্রামের আবু তাহের নাইয়ার ছেলে রফিক নাইয়া(১৮)র সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়ায়। এই সম্পর্ক ছেলের বাড়ি মেনে না নেওয়ায় গত প্রায় ছয় মাস আগে মেয়ের বাড়ির লোকজন রফিক নাইয়ার সঙ্গে বিবাহ দেয়।বিয়ের পর রফিক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে ছিল বেশ কিছুদিন।

the newly housewife murder
মৃতার কাকা।নিজস্ব চিত্র
the newly housewife murder
প্রতিবেশী। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিষ খেয়ে আত্মহত্যা গৃহবধূর,নেপথ্যে অবৈধ সম্পর্ক

পরবর্তী কালে ছেলে বৌমাকে বাড়িতে আনে ছেলে বাড়ির লোকজন।মৃতার কাকা বলেন তারপর থেকে মেয়ের উপরে অত্যাচার চালাত তার শ্বশুর বাড়ির লোকজন এবং স্বামী।তাদের কাছে খবর যায় তাদের মেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।মেয়ের কাকার কথা অনুযায়ী তার বাড়ির লোকজন দেখেছে মেয়ের গলায় আঙ্গুলের চিহ্ন ফুটে উঠেছে তার থেকে ধারণা মেয়েকে গলা টিপে হত্যা করে দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

কিন্তু ছেলের বাড়ির লোকজনের দাবি মেয়েটি নিজেই আত্মহত্যা করেছে তারা ইফতার করতে উঠে ভোর তিনটের সময় দেখে মেয়েটি ওড়না গলায় দড়ি দিয়ে ঝুলছে।তখন ছেলের বাড়ির লোকজন কুলপি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।এই নিয়ে ছেলে এবং মেয়ে উভয় পরিবারের মধ্যে একটি মীমাংসার করার চেষ্টা করা হয়।

তার মধ্যে ঢোলাহাট থানার পুলিশ খবর পেয়ে যায় খবর পেয়ে কুলপি থেকে মৃতদেহ থানায় নিয়ে আসে।পরবর্তীকালে মৃতদেহ গদামথুরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়;সেখানে পুলিশের সঙ্গে ছেলে এবং মেয়ের বাড়ির প্রতিবেশীরাও আসে।প্রশাসন সূত্রে জানা যায় যেহেতু মেয়ের বিয়ে মাত্র ছয় মাস তাহলে মেজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে।তারপরে কাকদ্বীপ হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here