তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ
বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়ে যাবে দ্বিতীয় দফায় রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোটগ্রহন।রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের ১৬২৩ টি বুথে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করতে রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজের ডিসিআরসি থেকে রওনা হচ্ছেন ৭৭০৯ জন ভোটকর্মী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৫,৯৯,৯৪৮ জন ভোটার ভাগ্য নির্ধারন করবেন এই কেন্দ্রে দাঁড়ানো ১৪ জন প্রার্থীর।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৬৪ কোম্পানি আধাসামরিক বাহিনী বা কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি থাকছে রাজ্য সশস্ত্র পুলিশ। এই লোকসভা কেন্দ্রের ৭৮ শতাংশ বুথেই মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী।বাকি ২২ শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে ভোটগ্রহন প্রক্রিয়া সম্পন্ন করবে রাজ্য সশস্ত্র পুলিশ।
আরও পড়ুনঃ বহরমপুর লোকসভা কেন্দ্র জিতলে যা চাইবে তাই পাবে জেলাবাসী,বেলডাঙ্গার জনসভায় মমতা
এছাড়াও থাকছে ১৭৭ টি ভিডিও ক্যামেরা,১৭৭ টি অফলাইন সিসিটিভি ক্যামেরা, ৩০০টি অনলাইন ওয়েবকাস্টিং স্টেশন সহ ২৪৫ জন মাইক্রো অবজারভার। রায়গঞ্জ লোকসভা নির্বাচনে ভোটগ্রহন হবে ২১২৯ টি ইভিএম মেশিন ও ২১৪৩ টি ভিভিপ্যাট মেশিনের ব্যাবহার করা হবে।
একনজরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রঃ
মোট ভোটারঃ ১৫লক্ষ ৯৯ হাজার ৯৪৮ জন।
পুরুষ ভোটারঃ ৮ লক্ষ ৩০ হাজার ৩১৬ জন।
মহিলা ভোটারঃ ৭ লক্ষ ৬৯ হাজার ৫৮৪ জন।
তৃতীয় লিঙ্গঃ ৪৮ জন।
সাতটি বিধানসভাঃ
ইসলামপুর,গোয়ালপোখর, চাকুলিয়া,করনদিঘী,রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ।
মোট বুথঃ ১৬২৩
স্পর্শকাতর বুথঃ ৫০০
কেন্দ্রীয় বাহিনীঃ ৬৪ কোম্পানি
কেন্দ্রীয় বাহিনী থাকবেঃ ৭৮ শতাংশ বুথে
বাকি বুথেঃ সশস্ত্র রাজ্য পুলিশ
ভোটকর্মীঃ ৭৭০৯ জন
মহিলা ভোটকর্মীঃ ৯৬ জন।
মাইক্রো অবজারভারঃ ২৪৫ জন
ভোটপর্ব সম্প্রচারঃ ৩০০ টি কেন্দ্র।
সিসিটিভি ক্যামেরাঃ ১৭৭ টি বুথে
ভিডিওগ্রাফিঃ ১৭৭ টি বুথে।
মোট ইভিএম সংখ্যাঃ ২১২৯ টি
মোট ভিভিপ্যাটঃ ২১৪৩ টি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584