পিয়ালী দাস,বীরভূমঃ
শুক্রবার দুপুরে বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় এবং বোলপুর লোকসভা কেন্দ্রের অসিত মাল,তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য নিজেদের মনোনয়নপত্র জমা দিলেন।আজ তিনি এও বলেন বীরভূম লোকসভা কেন্দ্রের সমস্ত তৃণমূল কর্মীরা পরিবারের ন্যায় ঝাঁপিয়ে পড়েছে মমতা ব্যানার্জি হাত শক্ত করতে।
যেভাবে দিনরাত্রি নিরলস পরিশ্রম করছে তাতে এই আসনটিতে অন্য কোন প্রার্থীর জয় কার্যত অসম্ভব। শতাব্দী রায় বলেন গত দুবার বীরভূম লোকসভা কেন্দ্রে মানুষ আমাকে সমর্থন করে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন,বীরভূম লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের আশা কতটা পূর্ণ করতে পেরেছি তার উত্তর ইতিমধ্যে আমি প্রচারে বেরিয়ে মানুষের সারা দেখেই বুঝতে পেরেছি।
নতুন করে কিছু বলার আর অপেক্ষা রাখে না। হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে বেশ উত্তেজিত লাগছে আমি নিশ্চিত শতাব্দী রায় জেতার হ্যাটট্রিক করবে।নতুন প্রজন্ম থেকে শুরু করে বয়স্ক মহিলা পুরুষরা অব্দি যেভাবে আমাকে আশীর্বাদ করছেন তাতে জয় নিয়ে আমার অনিশ্চয়তার কোন কারণই নেই।গত ১০ বছরে বীরভূম লোকসভা কেন্দ্রের ১৯০২ দুটি গ্রামে আমি গিয়েছি, প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাট আমার নখদর্পণে,কোন গ্রামে আমার সংসদ তহবিলের টাকায় কতটা উন্নয়ন হয়েছে সে বিষয়ে আমি যথেষ্টই যত্নবান।
আরও পড়ুনঃ হ্যাট্রিকের পথে শতাব্দী
এদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি ও সিপিএম প্রার্থীকে ফুৎকারে উড়িয়ে দিয়ে শতাব্দী রায় দাবি করেন আমি ১০০ হলে ওরা ১০ তাই ওদের সঙ্গে আমার তুলনা আর কোনো মানেই হয় না।দেখবেন ২৩ তারিখ যখন ফল ঘোষণা হবে ১ এবং ২ এর ভোট প্রাপ্তির সংখ্যা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কেন বিরোধীদের আমি দশ বললাম আর নিজেকে ১০০ দাবি করলাম।
বিষয়টি শুনে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মন্ডল বলেন,কে ১০ কে ১০০ তা আগে থেকে বিচার আমরা করি না,বিজেপি মানুষের উপর ভরসা রাখে মানুষ ঠিক করবে কাকে দশ নম্বর দেবে তাকে ১০০ তে ১০০ দেবে তাই আগে থেকে অহংবোধ নিয়ে হাম্বারা করে নিজেকে ১০০ দিয়ে মানুষের ভোটাধিকার কে ছোট করতে চাই না।
অন্যদিকে বীরভূম লোকসভা কেন্দ্রের নাম প্রার্থী রেজাউল করিম তিনি দাবি,তৃণমূল একনায়কতন্ত্রের দল তাই শতাব্দী কিছু ভুল বলেননি উনি নিজেকে ১০০ দিয়েছেন বাকিদের ১০ দিয়েছেন। আমরা মানুষকে ১০০ দিই সমাজের সর্বস্তরের খেটে খাওয়া মানুষের ১০০ তে ১০০ পাওয়ার যোগ্য তাদের ১০০ নম্বরের জন্যই আমরা সংসদে পৌঁছাতে পারি।কে পাস করবে কে ফেল করবে সে তো ২৩ তারিখ ফল বেরোবার পর বোঝা যাবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584