চোলাই অভিযানে গিয়ে আক্রান্ত আবগারি দফতরের অফিসার

0
80

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the officer of abgair is injured
নিজস্ব চিত্র

গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি চোলাই মদ রুখতে এলাকায় অভিযান চালাতে গিয়ে এলাকাবাসীর হাতে নিগ্রহ হন আবগারি দফতরের অফিসার চন্দন দাস।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড লাগোয়া ঘাটমুড়া এলাকায়,এলাকাবাসীর অভিযোগ গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর নামে বাড়ির আসবাপত্র ভেঙে দেওয়া হয় এবং বাড়ির মেয়ে ছেলেদের মারধর করে,এমনই অভিযোগ।

the officer of abgair is injured
নিজস্ব চিত্র
the officer of abgair is injured
আক্রান্ত অফিসার।নিজস্ব চিত্র

এর পরেই উত্তেজিত হয়ে পড়ে গোটা গ্রামবাসী,এর পরেই আবগারি দপ্তরের গাড়ি ভাঙচুর করে আবগারি দফতরের অফিসার চন্দন দাসকেও মারধর করা হয়,পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে আক্রান্ত চন্দন দাসকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুনঃ চোলাইয়ের ভাটি ভাঙতে পুলিশী অভিযান

the officer of abgair is injured
শোভা মাল,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
the officer of abgair is injured
নিজস্ব চিত্র

যদিও গ্রামবাসী শোভা মাল জানান গতকাল এলাকায় শীতলা পুজো আর সেই কারণেই তৈরি করা হয়েছিল চোলাই মদ,অবশ্য আজ ও কালকের সময় পর্যন্তই সীমাবদ্ধ এর পরে এলাকায় আর কোনও দিন তৈরি করা হয় না চোলাই মদ।তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালো পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here