নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
গোপন সূত্রে খবর পেয়ে বেআইনি চোলাই মদ রুখতে এলাকায় অভিযান চালাতে গিয়ে এলাকাবাসীর হাতে নিগ্রহ হন আবগারি দফতরের অফিসার চন্দন দাস।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড লাগোয়া ঘাটমুড়া এলাকায়,এলাকাবাসীর অভিযোগ গ্রামের প্রত্যেকটি বাড়িতে গিয়ে তল্লাশি চালানোর নামে বাড়ির আসবাপত্র ভেঙে দেওয়া হয় এবং বাড়ির মেয়ে ছেলেদের মারধর করে,এমনই অভিযোগ।
এর পরেই উত্তেজিত হয়ে পড়ে গোটা গ্রামবাসী,এর পরেই আবগারি দপ্তরের গাড়ি ভাঙচুর করে আবগারি দফতরের অফিসার চন্দন দাসকেও মারধর করা হয়,পরে ঘটনাস্থলে চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ গিয়ে আক্রান্ত চন্দন দাসকে উদ্ধার করে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুনঃ চোলাইয়ের ভাটি ভাঙতে পুলিশী অভিযান
যদিও গ্রামবাসী শোভা মাল জানান গতকাল এলাকায় শীতলা পুজো আর সেই কারণেই তৈরি করা হয়েছিল চোলাই মদ,অবশ্য আজ ও কালকের সময় পর্যন্তই সীমাবদ্ধ এর পরে এলাকায় আর কোনও দিন তৈরি করা হয় না চোলাই মদ।তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে জানালো পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584