পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
আজ ইসলামপুরের বিধানসভা উপ নির্বাচনের জন্য ইসলামপুর বাস টার্মিনালে তৃণমূল কংগ্রেস প্রার্থী করিম চৌধুরীর হয়ে জনসভা করেন শুভেন্দু অধিকারী।এই সভায় করিম সাহেবকে উত্তরবঙ্গের শান বলে উল্লেখ করেন তিনি।শুভেন্দু অধিকারী আরও বলেন, “কানাইলাল আগারওয়ালের হাত মিলিয়ে দিয়েছেন, বিরোধীরা যা ভেবেছিলেন সেই গুড়ে বালি ঢেলে দিয়েছি আমরা।
বিরোধীদের এই দুই নেতার মধ্যে ভাঙ্গনের স্বপ্ন ব্যর্থ।”উত্তর দিনাজপুর জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী।তিনি বলেন, “লোকসভায় রায়গঞ্জ ও কালিয়াগঞ্জ এ কিছু সমস্যা থাকলেও কানাইলাল আগরওয়াল এক লক্ষের বেশি ভোটে জিতবেন,মমতা ব্যানার্জির নেতৃত্বে কেন্দ্রের সরকার হবে।যে সরকার হবে বিকাশ ও প্রগতির সরকার।আঠারো মাসের মধ্যে মা মাটির সরকার যা দিতে চলেছে তা এর আগে আর কেউ কখনও দেননি।মুখ্যমন্ত্রীর মিনি ভারতবর্ষ ইসলামপুরকে সাজাবো আমরা।
আরও পড়ুনঃ ‘উনি খুব অহঙ্কারী’,ভোট দিয়ে ভারতী সম্পর্কে শুভেন্দুর মত
শুধু আপনারা আব্দুল করিম চৌধুরীকে ভোট দিন।যেদিন আমরা কানাইলাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরী কে নিয়ে বিজয় মিছিল করবো আপনারা সেদিন লিখে আনবেন কাগজে কি কি লাগবে অর্থাৎ কি কি উন্নয়ন চাই আপনাদের।আমরা সব করে দেব।”প্রার্থী আব্দুল করিম চৌধুরী তিনি তার বক্তব্যে এলাকায় উন্নয়নের প্রকল্প নিয়ে এসে সকলকে নিয়েএকসাথে কাজ করার আহ্বান জানান।
অন্যদিকে রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, “বিরোধী সব পার্টির জামানত বাজেয়াপ্ত হবে এই নির্বাচনে।আব্দুল করিম চৌধুরী দীর্ঘ পাঁচ দশক ধরে রাজনীতিতে আছেন এবার তাঁর সুবর্ণ জয়ন্তী।সবাই মিলে যে উন্নয়ন করবো এই এলাকায় তা দৃষ্টান্ত স্থাপন করবে।” বিজেপিকে রাজনৈতিক দল মনে না করে প্রধানমন্ত্রীর তীব্র সমালোচনা করেন তিনি।
গোয়ালপোখরে খুব শীঘ্রই একটি কলেজ তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা জানান মন্ত্রী।রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রাব্বানী বলেন, “এক লাখের বেশি ভোটে করিম চৌধুরীকে জেতাব আমরা।এবার কানাইলাল আগরওয়াল এবং আব্দুল করিম চৌধুরী দুজনে মিলেই এই এলাকায় কাজ করবে।”
তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য বলেন, “এটা মনে হচ্ছে করিম চৌধুরীর ওয়াক ওভার সিট।আমি প্রচারে নেমেই তা বুঝেছি।
“এদিন সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুল রহমান,রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক এবং রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী কানাইলাল আগরওয়াল,অসীম ঘোষ,তিলক চৌধুরী,জেলা পরিষদের সহ সভাধিপতি ফরহাদ বানু,সংগঠনের ইসলামপুর ব্লক সভাপতি জাকির হোসেন,কার্যকরী সভাপতি কামালউদ্দিন,টাউন সভাপতি গঙ্গেশ দে সরকার,ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার প্রমুখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584