তিন বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তে খুশি নয় বিরোধীরা

0
199

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

the opposition isn't happy with renew election
নিজস্ব চিত্র

রায়গঞ্জ লোকসভা কেন্দ্রর তিনটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন।এই তিনটি বুথ হল ইসলামপুর বিধানসভার রামগঞ্জের ধলগছ এসএসকের ১৯ নম্বর বুথ,পাটাগোড়া বালিকা বিদ্যালয়ের ৩৭ নম্বর বুথ এবং গোয়ালপোখর বিধানসভা কেন্দ্রের লোহাগাছি আদিবাসীপাড়া এফপি স্কুলের ১৯১ নম্বর বুথ।আগামী সোমবার ২৯ তারিখ এই পুনর্নির্বাচন হবে।

the opposition isn't happy with renew election
পুনর্নির্বাচনের সরকারি ঘোষণা। নিজস্ব চিত্র

শনিবার দুপুরে নির্বাচন কমিশন থেকে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হওয়ার পরই রাজনৈতিক মহলে তৎপরতা শুরু হয়েছে।তবে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের মাত্র তিনটি বুথে পুর্নির্বাচনের এই সিদ্ধান্তে খুশি নয় বিরোধীরা।তারা আরও অনেক বুথে পুর্নির্বাচনের দাবি তুলেছিল।এদিকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দাবি, পুনর্নির্বাচনে ওইসব বুথে তারা আরও বেশি ভোট পাবে।

আরও পড়ুনঃ বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত শীতলখুচি

সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, “আমরা ২৮টি বুথে পুনির্নির্বাচনের দাবি করেছিলাম।যে তিনটি বুথে নির্বাচন হচ্ছে সেগুলি সেই তালিকায় ছিল কিন্তু মাত্র তিনটি বুথে পুনর্নির্বাচনের সিদ্ধান্তে আমরা সন্তুষ্ট নই।বহু ছাপ্পা ভোট হয়েছে যার প্রমাণ মানুষের কাছে থাকলেও নির্বাচন কমিশনের কাছে নেই।ইভিএমের দিকে সিসিটিভি থাকে না।তাই দাঁড়িয়ে থেকে পরপর ভোট কে করে গেল সেই ছবি নেই।

কোথাও জানালার কাছে ইভিএম বসানো ছিল। জানালা দিয়ে নির্দেশ দিয়ে ভোট করানো হয়েছে।পোলিং এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।এসব প্রকৃত গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে পড়ে না।” অন্যদিকে জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, “আমরা ইসলামপুর ও গোয়ালপোখর মিলে মোট ২৩টি বুথে রি-পোলের দাবি করেছিলাম।মাত্র তিনটি বুথে হচ্ছে।এতে কী হবে?”

বিজেপির জেলা সভাপতি নির্মল দাম বলেন, “১৬টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিলাম। নির্বাচন কমিশন তিনটি বুথে রি-পোল করাচ্ছে। কটা বুথে পুনর্নির্বাচন হচ্ছে তা বড় ব্যাপার নয়। রি-পোল হচ্ছে মানে তৃণমূলের বিরুদ্ধে আমরা যে অভিযোগ করেছিলাম তা প্রমাণিত হল।”

পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানি বলেন, “রি-পোল হলেও আগের চাইতে আরও বেশি ভোট পাব।” এই ভোট উৎসবে এখন রাজনৈতিক অস্থিরতা ছিল ভোটের দিন ঘোষণার আগে থেকেই।ক্রমশ বাড়ছে এই অস্থিরতা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here