নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদে ফণী ঝড়ের প্রভাব সেরকম ভাবে না পরলেও দুই দিনের টানা বৃষ্টির কারনে মাথায় হাত পড়েছে চাষীদের।নবগ্রাম ব্লকের বিলবসিয়ার বিস্তীর্ণ এলাকার জমি অকাল বৃষ্টিতে জলের তলাই চলে গেছে।
খডিকাডাঙ্গা গ্রামের এক চাষি সাদেকুল সেখ বলেন যে তিনি এবার দশ বিঘা জমিতে ধান চাষ করেন কিন্তু এই অকাল বৃষ্টিতে সমস্ত ধান জলের তলাই চলে গেছে।
আরও পড়ুনঃ বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ তরমুজ,মাথায় হাত চাষিদের
পাঁচগ্রাম গ্রাম পঞ্চায়েত খডিকাডাঙ্গা, ডিগ্রিডাঙ্গা,মেহেনাডাঙ্গা, হজবিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের মহেশপুর মৌজা সমস্ত জলের তলাই।পাঁচগ্রামের ডিগ্রিডাঙ্গার জোসনা বিবি নামে এক ভাগ চাষি জানান যে তিনি অন্যের জমিতে চাষ ভাগে করেন কিন্তু এই অকাল বৃষ্টিতে মাঠের সমস্ত ধান জলের তলাই। তিনি বলেন, “এখন ছেলে পুলে নিয়ে কোথাই যাবো এখন যদি সরকার আমাদের সাহায্য করে তাহলে হয়তো ভালো হতো।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584