ট্যারেন্টুলা আতঙ্ক কেশিয়ারিতে

0
90

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the panic of tarantula
নিজস্ব চিত্র

ফের ট্যারেন্টুলা আতঙ্ক।এবার পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে।বৃহস্পতিবার রাত্রিতে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের অর্জুনগেড়িয়া গ্রামের বাসিন্দা অদ্বৈত্য বরমের বাড়িতে এই আতঙ্ক ছড়ায়।

এদিন রাত্রি প্রায় ৯ টা নাগাদ অদ্বৈত্য বরমের স্ত্রী রান্না ঘরে রান্না করতে যাওয়ার সময় হঠাৎ মাটির দেওয়ালে ঘোরাঘুরি করতে দেখে আতঙ্কে তড়িঘড়ি বাইরে বেরিয়ে এসে বাড়ির লোকজনকে বলেন।বাড়ির লোকজন গিয়ে প্রথমে মাকড়সা ভেবে একটি চিমটি দিয়ে তুলে বাইরে নিয়ে আসে।

the panic of tarantula
উদ্ধার হওয়া ট্যারেন্টুলা।নিজস্ব চিত্র
the panic of tarantula
স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র

পরে বাইরে নিয়ে এসে দেখে আকৃতিতে অনেকটাই বড় এবং পুরোটা লোমে ভর্তি এই মাকড়সা।তার কারনে অনেক লোকজন জড়ো হয় এই মাকড়সা দেখতে।এটিকে ট্যারেন্টুলা হিসেবে চিহ্নিত করে একটি প্লাস্টিকের জারের মধ্যে ভরে রাখেন পরিবারের লোকজন।

আরও পড়ুনঃ বিরল প্রজাতির মাকড়সা, ট্যারেন্টুলা আতঙ্ক কোচবিহারে

গ্রামের মানুষজনের ধারনা অতিরিক্ত গরম থাকার কারণে বনজঙ্গল থেকে বেরিয়ে গ্রামে চলে আসছে এতে গ্রামের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।এটি খুব বিষাক্ত এর কামড়ে মানুষের মৃত্যুও ঘটেছে।তাই যথেষ্ট আতঙ্কিত এলাকার মানুষজন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here