পঙ্কিরাজ সাপ উদ্ধার

0
2894

মনিরুল হক,কোচবিহারঃ

the pankhiraj snake rescue
নিজস্ব চিত্র

এক বৃদ্ধার ঘর থেকে উদ্ধার হল এক পঙ্কিরাজ সাপ। ওই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গার পচাগড় গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি এলাকার।ওই বৃদ্ধার নাম চামিলি সরকার।জানা গেছে, সোমবার সাপটিকে প্রথমে ঘরের ভিতরে দেখতে পায় ওই বৃদ্ধা। তারপর ওই ঘটনার খবর দেওয়া হয় মাথাভাঙ্গা ১ নং পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের।

আরও পড়ুনঃ স্কুল চলাকালীন সাপ উদ্ধার,আতঙ্ক

the pankhiraj snake rescue
পঙ্কিরাজ সাপ। নিজস্ব চিত্র

পরে খবর শুনে সর্প বিশারদ মফিজুল বাজিকর সেখানে ছুটে এসে সাপটিকে উদ্ধার করে মাথাভাঙ্গা বন দপ্তরের হাতে তুলে দেন।এদিন সর্প বিশারদ মফিজুল বাজিকর জানান,এই সাপটি পঙ্কিরাজ নামে পরিচিত।এদিন ওই সাপটিকে দেখার জন্য প্রচুর মানুষ সেখানে ভিড় জমিয়েছেন।

এদিন বনদপ্তরের রেঞ্জার সজল পাল জানান, ওই পঙ্কিরাজ সাপটিকে উদ্ধার করা হয়েছে। তারপর ওই সাপটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। সাপটি আয়তনে চার ফুট লম্বা। সাধারনত পঙ্কিরাজ সাপ দেখা যায় না এলাকায়। কি ভাবে এখানে এলো তাও এখনও জানা সম্ভব হয়নি।

মাথাভাঙ্গা মহকুমা শাসক সুভ্রজ্যাতি ঘোষ জানান, যেহেতু এই সাপটি এই এলাকায় কম দেখা যায়।তাই সাপটিকে না মেরে জঙ্গলে ছেড়ে দেওয়াই সঠিক কাজ হয়েছে।
অন্যদিকে মাথাভাঙ্গা নিউটাউন পাড়ার একটি বাড়ি থেকেও গোখরো সাপ উদ্ধার করা হয়েছে বলে জানা যায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here