শৌচাগার নেই বিপাকে বাস যাত্রীরা

0
48

সুদীপ পাল,বর্ধমানঃ

The passenger uncomfortable with toilet
প্রতীকী ছবি

পানাগর দুবরাজপুর রাজ্য সড়কের ২৩ কিলোমিটার অংশ কাঁকসা ব্লকের অন্তর্গত। রাজ্য সড়কের এই অংশে রয়েছে বাসস্টপ।এইসব বাসস্টপ থেকে বহু মানুষ বাস ধরে নিজের ক্ষেত্রে যান।কিন্তু বেশ কয়েকটি বাসস্টপে যাত্রী প্রতীক্ষালয় তৈরি করা হলেও অধিকাংশ জায়গায় শৌচাগার তৈরি হয়নি।ফলে বিপাকে পড়ছেন গ্রাম থেকে বাস ধরতে আসা মানুষরা।

এগারোমাইল,ত্রিলোকচন্দ্রপুর প্রভৃতি বাসস্টপে কয়েকশো যাত্রী ওঠানামা করেন প্রতিদিন।কিন্তু বাসস্টপগুলিতে শৌচাগার না থাকায় খোলা আকাশের নিচে শৌচকর্ম করতে বাধ্য হচ্ছেন যাত্রীদের একাংশ।তাতে একদিকে পরিবেশ দূষণ যেরকম হচ্ছে অন্যদিকে কোন গোপনীয়তা থাকছে না। বিশেষ করে মহিলা এবং বয়স্ক নাগরিকরা বিড়ম্বনায় পড়ছেন।এলাকার বাসিন্দারা বলছেন,বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছিল কিন্তু তাতে সমস্যার সুরাহা হয়নি।স্থানীয় বাসিন্দারা বলছেন এই সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: কালনায় প্রশাসনের উদ্যোগে শুরু হচ্ছে শৌচাগার সংস্কারের কাজ

তার কারণ একদিকে রয়েছে পানাগড়, দুর্গাপুর অন্যদিকে দুবরাজপুর, রামপুরহাট যেতে গেলে এই রাস্তা ব্যবহার করতে হয়।এখানকার মানুষরা দূর-দূরান্ত থেকে এসে বাস ধরেন সুতরাং সমস্যা সমাধান করা খুব জরুরি।বিডিও, কাঁকসা সুদীপ্ত ভট্টাচার্য বলেন, সমস্যাটি সম্পর্কে ইতিমধ্যে অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমস্যার কথা জানিয়ে দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here