নিজস্ব সংবাদদাতা,মালদহঃ

গোটা রাজ্যের সাথে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালেও ১২ ঘন্টা কর্মবিরতি রেখেছেন চিকিৎসকেরা।শুধুমাত্র জরুরি পরিষেবা খোলা রয়েছে।বন্ধ রয়েছে বর্হিবিভাগ পরিষেবা থেকে একাধিক পরিবেষা।এদিন বালুরঘাট থেকে মালদা মেডিকেলে বুকের ছবি তোলার জন্য এক মুমূর্ষু রোগীকে নিয়ে এসেছিলেন পরিবারের লোকেরা।

মালদহ মেডিকেলে পৌঁছে দেখেন বন্ধ রয়েছে বর্হিবিভাগ পরিষেবা।এমন অবস্থায় ঐ রোগীকে নিয়ে সমস্যায় পড়েন পরিবারের লোকেরা।বর্হিবিভাগ বন্ধ থাকায় হাসপাতালের সামনে বটগাছ তলায় শুয়ে রাখে মুমূর্ষু রোগীকে। পরিবার সুত্রে জানা গিয়েছে ওই রোগীর নাম মোস্তাফা মন্ডল।তার বুকে জল জমে রয়েছে। প্রায় ছয় মাস ধরে বালুরঘাট হাসপাতালে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুনঃ ফালাকাটা হাসপাতালে কর্মবিরতির জেরে ভোগান্তি রুগীদের
অভাবি সংসারে চিকিৎসার খরচ জোগাড় করতে না পারায় মালদা মেডিকেলে বুকের ছবি করতে নিয়ে আসে। এখানে ছবি করে বালুরঘাট হাসপাতালে চিকিৎসা করাবে।কিন্তু এদিন বর্হিবিভাগ বন্ধ থাকায় সমস্যায় পড়ে রোগীর পরিবার।ওই রোগীর মেয়ে হাসিনা আরা খাতুন বলেন, ‘আমরা খুব গরীব চাঁদা তুলে বাবা চিকিৎসার টাকা জোগাড় করেছি।
এখানে এসে দেখছি ডাক্তার বাবুরা চিকিৎসা করছেন না।এমন অবস্থায় বাড়ি ফিরে গেলে আরো দুই হাজার টাকা লাগবে। অন্যকোন দিন আসার সমর্থ নেই আমাদের। এখন বুঝতে পারছিনা কি করব।’ এমন অনেক সমস্যা বিভিন্ন জায়গায় চিত্র গুলিকে মিলিয়ে দিচ্ছে।তবে হতাশা কাটানোর এখনো কোনো রাস্তা পাওয়া যায়নি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584